Bankura: তেল শেষ হওয়ার উপক্রম! দ্রুত গতিতে বাইক ছোটাতে গিয়ে পরপর ৮ পড়ুয়াকে ধাক্কা যুবকের

Bankura Accident: স্থানীয় সূত্রে খবর, পড়ুয়ারা যখন স্কুলে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি বাইর। ধাক্কা মারে পাঁচ পড়ুয়া। পাঁচজনই ছিটকে রাস্তার উপর পড়ে যায়। তখন ফের চালক বাইক ছোটাতে শুরু করেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে যাওয়ার পরে আরও তিন পড়ুয়াকে ধাক্কা মারে।

Bankura: তেল শেষ হওয়ার উপক্রম! দ্রুত গতিতে বাইক ছোটাতে গিয়ে পরপর ৮ পড়ুয়াকে ধাক্কা যুবকের
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 26, 2025 | 5:02 PM

বাঁকুড়া: বেপরোয়া বাইকের দৌরাত্ম্য। পর পর ৮ জন পড়ুয়াকে ধাক্কা! চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার বালিগুমা গ্রামে। স্থানীয় বাসিন্দারাই ৮ পড়ুয়াকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। অন্যদিনের মতো বুধবার সকালেও দল বেঁধে স্থানীয় বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের যাচ্ছিল বেশ কয়েকজন বাচ্চা। ঘড়িতে তখন ১০টা। তখনই ঘটে যায় ঘটনাটা। 

স্থানীয় সূত্রে খবর, পড়ুয়ারা যখন স্কুলে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি বাইর। ধাক্কা মারে পাঁচ পড়ুয়া। পাঁচজনই ছিটকে রাস্তার উপর পড়ে যায়। তখন ফের চালক বাইক ছোটাতে শুরু করেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে যাওয়ার পরে আরও তিন পড়ুয়াকে ধাক্কা মারে। আহত হয় মোট ৮ জন। 

খবর চাউর হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ছুটে আসেন অভিযুক্ত বাইক চালকের ভাই। তাঁর দাবি, দাদা কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন। নিষেধ করার পরেও সে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল। রাস্তায় বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল। তখনই চোক করে দ্রুত গতিতে বাড়িতে ফেরার চেষ্টা করছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

অন্যদিকে এদিনই আবার বাঁকুড়াতে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় এক প্রধান শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া যায়। বাইক নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন বাঁকুড়ার চ্যাংডোবা হাইস্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কোনার। পথে লরির ধাক্কা। তাতেই প্রাণ হারান তিনি। তিনি আবার জয়পুর ব্লকের তৃণমূলেপ মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতিও ছিলেন।