Bankura School: ভেঙে পড়ছে চাঙড়, ক্লাসে হাঁটু সমান জল, স্কুলে যেতেই কপালে হাত প্রধানশিক্ষকের

Bankura School: মঙ্গলবার সকালে স্কুলে আসতেই চোখ কপালে উঠে যায় পড়ুয়া থেকে শিক্ষকদের। দেখা যায় স্কুলের গোটা ক্যাম্পাস জলে ভরে রয়েছে। একটি ক্লাসরুমের ছাদ থেকে চাঙড় ভেঙে নীচে পড়ে রয়েছে। স্কুলের অফিস ঘরেও জল ঢুকে গিয়ে ভিজে গিয়েছে সব কাগজপত্র। ভিজে একেবার আসবাবগুলিও।

Bankura School: ভেঙে পড়ছে চাঙড়, ক্লাসে হাঁটু সমান জল, স্কুলে যেতেই কপালে হাত প্রধানশিক্ষকের
ভয়বহ অবস্থা স্কুলের Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 03, 2023 | 10:30 PM

বাঁকুড়া: নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে বাংলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। দুর্যোগের মধ্যেই স্কুলে ভেঙে পড়ল ছাদের চাঙড়। জল থৈথৈ অবস্থা গোটা ক্লাস। হাঁটু সমান জলে বিপাকে পড়ুয়ারা। কীভাবে হবে ক্লাস, তা ভেবেই এখন মাথায় হাত শিক্ষক থেকে পড়ুয়াদের। সঙ্কটজনক পরিস্থিতে স্কুলের পঠনপাঠন বন্ধ করে স্কুলে ছুটি দিয়ে দিতে বাধ্য হলেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনা বাঁকুড়ার ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠের। 

মঙ্গলবার সকালে স্কুলে আসতেই চোখ কপালে উঠে যায় পড়ুয়া থেকে শিক্ষকদের। দেখা যায় স্কুলের গোটা ক্যাম্পাস জলে ভরে রয়েছে। একটি ক্লাসরুমের ছাদ থেকে চাঙড় ভেঙে নীচে পড়ে রয়েছে। স্কুলের অফিস ঘরেও জল ঢুকে গিয়ে ভিজে গিয়েছে সব কাগজপত্র। ভিজে একেবার আসবাবগুলিও। সবদিকেই প্রায় হাঁটু সমান জল। এই অবস্থায় স্কুলে ক্লাস কীভাবে হবে তা ভেবে চিন্তায় পড়ে যান স্কুলের শিক্ষকেরা। পড়ুায়াদের নিরাপত্তার কথা ভেবে ছুটি দিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক ব্যাসদেব চক্রবর্তী। 

ব্যাসদেববাবুর দাবি, স্কুলের পাশে ঠিকঠাক নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা। তবে এ বছরই স্কুলের এমন বেহাল দশা তা নয়। প্রতি বর্ষাতেই এই পরিস্থিতি দেখতে পাওয়া যায়। মাঝেমধ্যে ভেঙে পড়ে চাঙড়। প্রধানশিক্ষকের দাবি, সঙ্গটজনক পরিস্থিতির কথা বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। ভয়ে ভয়েই করতে হয় ক্লাস। যদিও স্কুলের পরিকাঠামোগত সমস্যা মেটানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক।