Bankura Factory Fire: ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে গেলেন ৪ শ্রমিক

Hirak Mukherjee | Edited By: Soumya Saha

Mar 29, 2023 | 8:13 PM

Bankura Fire: স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, ওই ইস্পাত কারখানার ইনডাকশনে ফার্নেস ফেটে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

Bankura Factory Fire: ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে গেলেন ৪ শ্রমিক
বাঁকুড়ায় কারখানায় আগুন

Follow Us

বাঁকুড়া: ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন ওই কারখানার বেশ কয়েকজন শ্রমিক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার চৌশাল এলাকায়। আহত শ্রমিকদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান দমকলের কর্মীরা। দমকলের তিনটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলকর্মীদের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। তবে স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, ওই ইস্পাত কারখানার ইনডাকশনে ফার্নেস ফেটে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

জানা গিয়েছে, এদিন বিকেল প্রায় চারটে নাগাদ ওই ইস্পাত কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘন সাদা ধোঁয়ায় বেরোতে থাকে কারখানা থেকে। আর সেই আগুনে ঝলসে যান কারখানায় কর্মরত চারজন শ্রমিক। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় সন্ধে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ফার্নেস ফেটে অগ্নিকাণ্ডের যে তত্ত্ব উঠে আসছে, সেই নিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু কীভাবে ফার্নেস ফাটল, সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া কারখানা কর্তৃপক্ষের থেকে এখনও মেলেনি।

তবে বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস-এর নেতা স্বপন ঘোষ অভিযোগ করছেন, কারখানায় শ্রমিকদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। কারখানা কর্তৃপক্ষ গা জোয়ারি করে এই কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলছেন তিনি। এদিকে বুধবার বিকেলে এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্ক ছড়িয়েছে কারখানার বাকি শ্রমিকদের মধ্যেও। তবে কারখানার মধ্যে এমন অগ্নিকাণ্ডের জেরে আরও ভয়ঙ্কর কোনও ঘটনার সম্ভাবনাও ছিল বলে মনে করছেন একাংশের মানুষ। দমকলকর্মীদের তৎপরতায় সন্ধের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Next Article