Water Crisis: জলসঙ্কট কাটাতে কড়া নির্দেশ ছিল নবান্নের, কিন্তু ছবিটা বদলাচ্ছে কোথায়? এবার BDO অফিসে হাঁড়ি-কলসি নিয়ে বিক্ষোভ মহিলাদের

Water Crisis: বাঁকুড়ার জঙ্গলমহলের মহকুমা শহর খাতড়া। বাঁকুড়া জেলার অন্যান্য অংশের মতো এই শহরেও গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের জেরে হু হু করে নেমেছে মাটির নীচের জলস্তর। অনিয়মিত হয়ে পড়েছে নলবাহিত পানীয় জল সরবরাহও।

Water Crisis: জলসঙ্কট কাটাতে কড়া নির্দেশ ছিল নবান্নের, কিন্তু ছবিটা বদলাচ্ছে কোথায়? এবার BDO অফিসে হাঁড়ি-কলসি নিয়ে বিক্ষোভ মহিলাদের
বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 26, 2025 | 10:58 AM

খাতড়া: ‘জল পাওয়া যাচ্ছে না’ এই অভিযোগ যেন আর শুনতে না হয়। কয়েকদিন আগেই জেলা শাসকদের কাছে কড়া বার্তা গিয়েছিল মুখ্যসচিবের তরফে। কিন্তু, ছবিটা তারপরেও বদলাচ্ছে কী? গ্রীষ্মের শুরুতেই প্রবল জলসঙ্কটের মুখে পড়ল বাঁকুড়ার খাতড়া শহর। শহরের জলডোবরা এলাকায় জলের জন্য শুরু হয়েছে হাহাকার। এই পরিস্থিতিতে নলবাহিত পানীয় জল সরবরাহ নিয়মিত করা এবং বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার দাবfতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। 

বাঁকুড়ার জঙ্গলমহলের মহকুমা শহর খাতড়া। বাঁকুড়া জেলার অন্যান্য অংশের মতো এই শহরেও গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের জেরে হু হু করে নেমেছে মাটির নীচের জলস্তর। অনিয়মিত হয়ে পড়েছে নলবাহিত পানীয় জল সরবরাহও। আর তার ফলে শহর জুড়ে ক্রমশই তীব্র হচ্ছে পানীয় জলের সঙ্কট। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন খাতড়া শহরের জলডোবরা এলাকার শতাধিক পরিবার। 

এমনিতে জলডোবরা এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের সংযোগ এখনও দেওয়া হয়নি। রাস্তার ধারে পানীয় জলের ট্যাপ থাকলেও গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই ট্যাপগুলিতে জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। রাস্তার ধারের ট্যাপগুলি থেকে যে জল মিলছে তা দিয়ে পরিবারের প্রয়োজনীয় পানীয় জলের চাহিদাটুকুও পূরণ হচ্ছে না বলে অভিযোগ। মাঝেমধ্যেই বিকল হয়ে পড়েছে এলাকার নলকূপগুলিও। এই পরিস্থিতিতে অবিলম্বে এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়া এবং জল সরবরাহ নিয়মিত ও স্বাভাবিক করার দাবিতে এক্কেবারে হাড়ি কলসি সঙ্গে নিয়ে স্থানীয় খাতড়া বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভের মুখে পড়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। এখন দেখার কাজের কাজ কতদিনে হয়।