Bankura news: আচমকা হস্টেলের ছাদ থেকে পড়ে গেলেন ছাত্রী, তারপর…
Bankura news: বাঁকুড়ার মুকুটমণিপুর লাগোয়া এলাকায় রয়েছে বেসরকারি একটি স্কুল। ছাত্র-ছাত্রীরা একই সঙ্গে পড়াশোনা করে সেখানে। তবে সেই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য পৃথক হস্টেল রয়েছে। আজ সকালে ছাত্রীদের হস্টেলের দোতলা থেকে সোমাশ্রী হাঁসদা নামের আদিবাসী এক ছাত্রী নিচে পড়ে গুরুতর জখম হয়।

বাঁকুড়া: স্কুল হোস্টেলের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হল দশম শ্রেণির এক ছাত্রী। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মুকুটমণিপুর এলাকায় থাকা একটি বেসরকারি স্কুলে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা খতিয়ে দেখছে পুলিশ। স্কুল হস্টেলের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
বাঁকুড়ার মুকুটমণিপুর লাগোয়া এলাকায় রয়েছে বেসরকারি একটি স্কুল। ছাত্র-ছাত্রীরা একই সঙ্গে পড়াশোনা করে সেখানে। তবে সেই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য পৃথক হস্টেল রয়েছে। আজ সকালে ছাত্রীদের হস্টেলের দোতলা থেকে সোমাশ্রী হাঁসদা নামের আদিবাসী এক ছাত্রী নিচে পড়ে গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
দোতলা থেকে ওই ছাত্রীর নিচে পড়ে যাওয়ার ঘটনা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রীর পরিবারের দাবি, ওই ছাত্রী দোতলা থেকে ঝাঁপ দেওয়াতেই এই দুর্ঘটনা। দোতলা থেকে ছাত্রীর পড়ে যাওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্কুলের হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা। যদিও, এই বিষয়ে স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আহত ছাত্রীর মামা সহদেব হাঁসদা বলেন, “আমি বাড়িতে গিয়েছিলাম। হঠাৎ শুনলাম হস্টেলের ছাদ থেকে পড়ে গিয়েছে।”





