Fire in Car: কোথাও কেউ নেই আচমকা জঙ্গলের মাঝে দাউদাউ জ্বলে উঠল চলন্ত চারচাকা, চালকের কী অবস্থা হল দেখুন

Fire in Car: চালক নামতে পারলেও চোখের পলকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা গাড়িটিই। আগুন এতটাই ভয়াবহ ছিল যে সে সময় ওই রাস্তা দিয়ে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

Fire in Car: কোথাও কেউ নেই আচমকা জঙ্গলের মাঝে দাউদাউ জ্বলে উঠল চলন্ত চারচাকা, চালকের কী অবস্থা হল দেখুন
দাউদাউ করে জ্বলে আস্ত গাড়ি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 18, 2025 | 4:48 PM

বাঁকুড়া: জঙ্গলের মাঝে নির্জন রাস্তায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল চলন্ত একটি মারুতি গাড়ি। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থেকে পাঁচমুড়া যাওয়ার রাস্তায় কৃষ্ণপুর শাল জঙ্গলে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগতেই কোনওক্রমে গাড়ি ছেড়ে প্রাণে বাঁচেন গাড়ির চালক। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাঁকুড়ার সিমলাপাল থেকে পাঁচমুড়া যাচ্ছিল একটি চারচাকা। গাড়িটি সিমলাপাল থানার বাদাগেড়িয়া এলাকার কৃষ্ণপুর শাল জঙ্গল পেরোনোর সময় আচমকাই গাড়িটিতে আগুন লেগে যায়। গাড়িতে আগুন লেগেছে বুঝতে পেরেই গাড়িটি জঙ্গলের রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়েন চালক। 

চালক নামতে পারলেও চোখের পলকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা গাড়িটিই। আগুন এতটাই ভয়াবহ ছিল যে সে সময় ওই রাস্তা দিয়ে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ওই গাড়ি চালানো হচ্ছিল। এবং সেই গ্যাস সিলিন্ডার থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে গাড়িটিতে।