Bankura: তুমুল বৃষ্টির মধ্যেই চুপিচুপি চলছিল কাছ, পুলিশ দেখেই ট্রাক্টর ফেলে চম্পট দুই ড্রাইভারের

Soil smuggling: বুধবার থেকে লাগাতার বৃষ্টি। ওয়াকিবহাল মহলের ধারনা, বৃষ্টির মধ্যে ভূমি সংস্কার দফতরের নজরদারি সেভাবে থাকবে না এই সম্ভাবনার কথা মাথায় রেখে দিব্যি মাটি পাচারের কাজ চালিয়ে যাচ্ছিল মাটি পাচারকারীরা।

Bankura: তুমুল বৃষ্টির মধ্যেই চুপিচুপি চলছিল কাছ, পুলিশ দেখেই ট্রাক্টর ফেলে চম্পট দুই ড্রাইভারের
পুলিশ দেখেই ছুট Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 23, 2025 | 1:24 PM

বাঁকুড়া: একদিকে প্রতিকূল আবহাওয়া আর অন্যদিকে কর্মীর অভাবে ভূমি সংস্কার দফতরের নজরদারিতে ঘাটতি। তারই সুযোগ নিয়ে প্রকাশ্য দিবালোকে বেআইনিভাবে মাটি কেটে ট্রাক্টরে করে পাচার করা হচ্ছিল অন্যত্র। গোপন সূত্রে সেই খবর চলে যায় পুলিশের কাছে। অবশেষে বাঁকুড়ার ছাতনা থানার লোহাগড় মোড় এলাকা থেকে মাটি বোঝাই দু’টি ট্রাক্টর আটক করল ভূমি সংস্কার দফতর। ট্রাক্টর দু’টিকে আটক করে পাচারকারীর সন্ধান শুরু করেছে ভূমি সংস্কার দফতর। 

বাঁকুড়ার ছাতনা থানার লোহাগড় মোড় এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি পুকুর সংলগ্ন এলাকা থেকে ট্রাক্টরে করে মাটি পাচারের অভিযোগ উঠছিল। অভিযোগ ছিল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অনুমতি ছাড়াই বাঁকুড়া শালতোড়া রাস্তার পাশে একটি পুকুর সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে তা অন্যত্র নিয়ে গিয়ে নিচু জমি ভরাটের কাজে লাগানো হচ্ছে। 

এদিকে বুধবার থেকে লাগাতার বৃষ্টি। ওয়াকিবহাল মহলের ধারনা, বৃষ্টির মধ্যে ভূমি সংস্কার দফতরের নজরদারি সেভাবে থাকবে না এই সম্ভাবনার কথা মাথায় রেখে দিব্যি মাটি পাচারের কাজ চালিয়ে যাচ্ছিল মাটি পাচারকারীরা। বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার ভূমি সংস্কার দফতর এলাকাটি চিহ্নিত করে সেখানে হানা দেয়। আধিকারিকদের দেখেই মাটি বোঝাই ট্রাক্টর ফেলে চম্পট দেয় চালকরা। এরপরই ঘটনাস্থল থেকে মাটি বোঝাই দু’টি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেয় ভূমি সংস্কার দফতর। যে জমি থেকে মাটি কেটে পাচার করা হচ্ছিল তা ব্যক্তিগত নাকি সরকারি জমি তা খতিয়ে দেখার পাশাপাশি এই পাচারের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ছাতনার বিএলআরও শান্তনু রায়।