Bankura: সাপে কাটার পর ৫ মিনিটেই সোজা হাসপাতালে! সেই কিশোরের মৃত্যুতেই ভয়ঙ্কর বিক্ষোভ হাসপাতালে

Bankura Hospital: এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে সন্দীপের দেহের ময়নাতদন্তের পর দেহ গ্রামে যায়। তখনই স্থানীয় বাসিন্দারা দেহ নিয়ে হাজির হয় ছাতনা সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে। শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ।

Bankura: সাপে কাটার পর ৫ মিনিটেই সোজা হাসপাতালে! সেই কিশোরের মৃত্যুতেই ভয়ঙ্কর বিক্ষোভ হাসপাতালে
ছুটে এল পুলিশ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 31, 2025 | 12:33 AM

বাঁকুড়া: বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু! আর সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার ছবি দেখা গেল বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসদের গাফিলতির জেরেই চলে যেতে হয়েছে কিশোরকে, এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ল পরিবারের সদস্যরা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় এলাকার কয়েকশো মানুষ। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। মাঠে নামে বিশাল বাহিনী। শেষ পর্যন্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে কমিটি গড়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার দুপুরে ধান জমি দেখতে গিয়েছিল ওই কিশোর। তখনই বিষধর সাপের কামড়ে ঘায়েল হয় সরবেড়িয়া গ্রামের বছর বারোর কিশোর সন্দীপ রানা। পরিবারের সদস্যরা বলছেন, সাপে কামড়েছে বুঝতে পেরে পাঁচ মিনিটের মধ্যে নিকটবর্তী ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চলে যায় ওই কিশোর। অভিযোগ, তাঁকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়ার বদলে হাসপাতালের লোকজন তাঁকে দ্রুত অভিভাবকদের ডেকে আনতে বলে। তাঁদের কথা মতো পরিবারের সদস্যদের নিয়েও যায় ওই কিশোর।

অভিযোগ, অভিভাবকদের ডেকে আনার পরেও চিকিৎসক দাবি করেন সাপের কামড় নয়, কাঠির আঘাত লেগেছে ওই কিশোরের। এরপর পরিবার চাপ দিলে ওই কিশোরকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। তারপরই তাঁকে সেখানে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় সন্দীপের। 

এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে সন্দীপের দেহের ময়নাতদন্তের পর দেহ গ্রামে যায়। তখনই স্থানীয় বাসিন্দারা দেহ নিয়ে হাজির হয় ছাতনা সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে। শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাতনা থানা থেকে পুলিশ বাহিনী ছুটে যায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি ওঠে। দাবি ওঠে চিকিৎসকের শাস্তিরও। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও বলছে, তদন্ত কমিটি তৈরি করা হবে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।