Bankura News: জয়রামবাটিতে কল্পতরু উৎসব হয় না, তবে ভিড় কিন্তু চোখে পড়ার মতো, ইতিহাস জানেন?

Bankura: ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা। অল্প বয়সেই পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও জীবনের একটা বড় অংশ মা সারদা কাটিয়েছেন জয়রামবাটি গ্রামের বাড়িতে।

Bankura News: জয়রামবাটিতে কল্পতরু উৎসব হয় না, তবে ভিড় কিন্তু চোখে পড়ার মতো, ইতিহাস জানেন?
জয়রামবাটিতে কল্পতরুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 01, 2026 | 2:52 PM

বাঁকুড়া: ইংরাজি নববর্ষের দিন কাশিপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব। সেই ঘটনাকে স্মরণ করে বিভিন্ন জায়গায় কল্পতরু উৎসব হয়ে আসছে। মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে সেই কল্পতরু উৎসব না হলেও বছরের প্রথম দিনে মায়ের দেশে মাতৃ দর্শন করতে এদিন দেশ বিদেশের বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন বাঁকুড়ার জয়রামবাটিতে।

১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা। অল্প বয়সেই পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও জীবনের একটা বড় অংশ মা সারদা কাটিয়েছেন জয়রামবাটি গ্রামের বাড়িতে। পরবর্তীতে মা সারদার সেই বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে মাতৃ মন্দির। সারা বছরই সেই মাতৃ মন্দিরে ভিড় লেগে থাকে পর্যটক ও পুণ্যার্থীদের। ইংরাজি নববর্ষের দিন রীতি মেনে জয়রামবাটিতে উপচে পড়ল সেই ভিড়।

বছর শুরুর দিনটিতে মায়ের দেশে মা এর দর্শনের আশায় এদিন সকাল থেকে পুণ্যার্থীরা ভিড় জমাতে থাকেন মাতৃ মন্দিরে। মাতৃ মন্দির খোলার পর অনেকেই ধ্যানে অংশ নেন। অনেকে মন্দিরের দৈনিক পুজো পাঠ দেখেন। ভক্ত ও পুণ্যার্থীরা ঘুরে ঘুরে দেখেন মা এর নতুন বাড়ি, পুরনো বাড়ি মা সারদার মা শ্যামাসুন্দরী দেবীর বাড়ি। সব মিলিয়ে বছরের প্রথম দিন কল্পতরু উৎসব না হলেও রীতিমত জমজমাট মা সারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি।