ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টায় বইবে ঝোড়ো হাওয়া
এই মুহূর্তে পূর্ব-উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে।
কলকাতা: আগামী ২-৩ ঘণ্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Update)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন ধরেই বিকেলের পর থেকে আকাশ কালো করে আসছে। সঙ্গে থেকে থেকেই বাজ পড়ার শব্দ। বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের কিছু অংশ, পুরুলিয়াতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশও বিকেল থেকে ভার। অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরেও।
এই মুহূর্তে পূর্ব-উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা সিকিম-উত্তরবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত রয়েছে। পাশাপাশি প্রচুর জলীয় বাষ্প রয়েছে বঙ্গের উপর। এর ফলে আগামী দু-তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে।
আরও পড়ুন: ‘যন্ত্রণায় জ্বলছেন’ মুকুল; বিজেপির বৈঠকে গরহাজির থেকে বললেন, ‘আমাকে কেউ জানায়ইনি’
সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নামতে পারে। ১০ জুন থেকে বাড়বে বৃষ্টির দাপট। পরদিন অর্থাৎ ১১ জুন নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরের উপর। যার হাত ধরে মৌসুমী বায়ু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। ফলে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিন থেকে।