Bankura: বাঁকুড়ার জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক, বাঘ না আরও বড় কিছু?

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jan 24, 2025 | 6:03 PM

Bankura: ঝাড়গ্রাম ও পুরুলিয়া ঘুরে গত ২৯ ডিসেম্বর বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রামে বন দফতরের হাতে ধরা পড়ে বাঘিনি জিনাত। পরে জিনাতের পথ ধরে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ায় প্রবেশ করে অপর একটি বাঘ। এবার নতুন আতঙ্ক।

Bankura: বাঁকুড়ার জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক, বাঘ না আরও বড় কিছু?
ফের আতঙ্ক গোটা জঙ্গলমহলে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়া: বাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জঙ্গলমহলের মানুষকে। জিনাতকে খাঁচাবন্দি করে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে ফেরত পাঠানোর পর বন দফতরকে নাকানিচোবানি খাইয়েছিল পালামৌ থেকে আসা একটি বাঘ। সে বাঘও ফিরে গেছে ঝাড়খণ্ডে। কিন্তু, তারপরে ফের এদিন জঙ্গলমহলে চেপে বসল বাঘের আতঙ্ক। এদিন বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি এলাকায় জঙ্গলের রাস্তায় থাবার দাগ স্থানীয়দের চোখে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের আধিকারিকরা।  

ঝাড়গ্রাম ও পুরুলিয়া ঘুরে গত ২৯ ডিসেম্বর বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রামে বন দফতরের হাতে ধরা পড়ে বাঘিনি জিনাত। পরে জিনাতের পথ ধরে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ায় প্রবেশ করে অপর একটি বাঘ। পুরুলিয়ার রাইকা পাহাড়ে আট দিন কাটানোর পর সেই বাঘ ফিরে যায় ঝাড়খণ্ডে। হাঁফ ছেড়ে বাঁচে বন দফতর। কিন্তু বন দফতরের সেই স্বস্তি স্থায়ী হল না বেশিদিন। এদিন সকালেই বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি গ্রাম সংলগ্ন জঙ্গলের একটি কাঁচা রাস্তায় ধুলোর উপর থাবার ছাপ দেখতে পান স্থানীয়রা। 

থাবার ওই ছাপ বাঘেরই, তেমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। খবর চাউর হতেই আতঙ্ক বাড়তে থাকে গোটা জঙ্গলমহলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের আধিকারিকরা। থাবার ছাপের মাপজোক করে তা বাঘের কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে বন দফতর। একই সঙ্গে ওই থাবার ছাপ নতুন নাকি পুরানো তা খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকরা।

Next Article