CPM-TMC: ‘CPM-এর হার্মাদদের’ বাড়ি থেকে বের করে এনে ‘গরুপেটা’ করার নিদান TMC নেতার

CPM-TMC: শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার তালডাংরাতেও প্রতিবাদে নামে তৃণমূল।

CPM-TMC: CPM-এর হার্মাদদের বাড়ি থেকে বের করে এনে গরুপেটা করার নিদান TMC নেতার
তারাশঙ্কর রায়, তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 03, 2025 | 9:16 PM

বাঁকুড়া: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে বামেদের বেনজির আক্রমণ তৃণমূলের তালডাংরা ব্লক সভাপতি তারাশঙ্কর রায়ের। এবার সিপিএম নেতাদের ঘর থেকে টেনে রাস্তায় নামিয়ে গরুপেটা করার নিদান দিলেন তিনি। রবিবার বাঁকুড়ার তালডাংরা বাজারে প্রতিবাদ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই বিতর্কিত নিদান দেন তিনি। তৃণমূল তেমনটা করলে সিপিএমও ছেড়ে কথা বলবে না বলে স্পষ্ট জানিয়েছে বাম শিবির।

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার তালডাংরাতেও প্রতিবাদে নামে তৃণমূল। গতকাল সন্ধেয় তালডাংরা বাজারে প্রতিবাদ মিছিল ও সভা করে শাসকদল। সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায় বলেন, “সিপিএম-এর সঙ্গে আমরা মেলামেশা করি। কিন্তু ৫ মিনিট সময় লাগবে না তাঁদের সঙ্গে এই সম্পর্ক ছেদ করতে। পাঁচ মিনিটের নোটিসে আমরা যেমন মিটিং মিছিল করতে পারি, তেমন একবার বললে সিপিএম এর হার্মাদদের বাড়ি থেকে টেনে এনে রাস্তায় নামিয়ে গরুপেটা করতে পারি।”

তৃণমূল ব্লক সভাপতির এমন হুঁশিয়ারির পাল্টা সিপিএমের দাবি, তৃণমূলের হুঁশিয়ারির দিন শেষ হয়ে গিয়েছে। তারপরেও তেমন কিছু করলে সিপিএমও ছেড়ে কথা বলবে না। ডিওয়াইএফআই-এর বাঁকুড়া জেলা কমিটির সদস্য বলেন, “যাদবপুরের ছেলে-মেয়েদের দাবি নির্বাচন করতে হবে। কিন্তু শিক্ষামন্ত্রী বাহানা দেয়। তারপর আমরা দেখলাম ছাত্রকে পিষে দিচ্ছে। সেই ঘটনা থেকে মোড় ঘোরাতেই এইসব করছে ওরা। আমরা বলছি সিপিএম ভয় পায় না। এই দিন অনেকদিন আগেই শেষ হয়েছে।”