Bishnupur: জমিতে ধান রুইতে গিয়ে ধর্ষণের শিকার আদিবাসী তরুণী, রাতেই বিষ্ণুপুর থেকে গ্রেফতার অভিযুক্ত

Bishnupur: অভিযোগ, তিন যুবকের মধ্যে একজন আচমকাই ঝাঁপিয়ে পড়েন তরুণীর উপর। জমির আলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। বাকি দুই যুবক তখন পাশে দাঁড়িয়ে। কোনওমতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা খুলে বলেন ওই তরুণী।

Bishnupur: জমিতে ধান রুইতে গিয়ে ধর্ষণের শিকার আদিবাসী তরুণী, রাতেই বিষ্ণুপুর থেকে গ্রেফতার অভিযুক্ত
গ্রেফতার অভিযুক্ত Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 11, 2025 | 4:27 PM

বিষ্ণুপুর: জমিতে ধান রুইতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা। দিনেদুপুরে ধর্ষণের শিকার আদিবাসী তরুণী। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় তরুণীকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনার পরেই থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়েই দ্রুত অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের অন্যান্য দুই মহিলার সঙ্গে গতকাল বিষ্ণুপুর থানা এলাকার এক বছর বত্রিশের তরুণী গ্রাম লাগোয়া জমিতে ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন। দুপুরে অন্য দুই মহিলা বাড়ি চলে এলেও ওই তরুণী জমিতে একাই ধান রোয়ার কাজ করছিলেন। আচমকাই সেখানে তিন স্থানীয় যুবক হাজির হয়। তারপরই শুরু হয় অত্যাচার। 

অভিযোগ, তিন যুবকের মধ্যে একজন আচমকাই ঝাঁপিয়ে পড়েন তরুণীর উপর। জমির আলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। বাকি দুই যুবক তখন পাশে দাঁড়িয়ে। কোনওমতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা খুলে বলেন ওই তরুণী। বিষ্ণুপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দায়ের হয় লিখিত অভিযোগ। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে বিষ্ণুপুর থানার পুলিশ। রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। এদিনই তাঁকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে।