Bankura: বিজেপি কর্মী ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

Bankura: গত বুধবার গভীর রাতে বাঁকুড়ার ওন্দা থানার নন্দনপুর গ্রামে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে আগুন লেগে যায়। অভিযোগ, বাড়িতে আগুন লাগিয়ে পরিবার সহ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় কার্যত শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে।

Bankura: বিজেপি কর্মী ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের
বাঁকুড়ায় তৃণমূলের সভাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 28, 2026 | 10:49 AM

বাঁকুড়া: বিজেপি কর্মী ও তাঁর গোটা পরিবারের সদস্যদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বাঁকুড়ার ওন্দায় এই ঘটনায় এবার পাল্টা থানার দ্বারস্থ তৃণমূল। তৃণমূলের দাবি, এটা নিতান্তই দুর্ঘটনা। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে লিখিত আবেদন জমা দেওয়া হয় তৃনমূলের তরফে। বাঁকুড়ার ওন্দায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা করে মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা থানায় গিয়ে এই লিখিত আবেদন জানায় তৃণমূল নেতৃত্ব। এদিকে গোটা ঘটনা তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত এই দাবিতে এখনও অনড় বিজেপি ।

গত বুধবার গভীর রাতে বাঁকুড়ার ওন্দা থানার নন্দনপুর গ্রামে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে আগুন লেগে যায়। অভিযোগ, বাড়িতে আগুন লাগিয়ে পরিবার সহ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় কার্যত শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। ঘটনার পর গ্রামে গিয়ে তাপস বারিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একইদিনে ওন্দায় সভা করে শুভেন্দু অধিকারী এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি পুলিশকে হুঁধিয়ারি দিয়ে যান। শুভেন্দু অধিকারীর সভার কয়েকদিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় ওন্দার বুকে পাল্টা সভা করে তৃণমূল। সভায় দাবি করা হয় তাপস বারিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিছক দুর্ঘটনা। কুৎসা ছড়াতে তাঁকে রাজনৈতিক রঙ দিচ্ছে বিজেপি।

সভা শেষে তৃণমূল নেতৃত্ব ওন্দা থানায় হাজির হয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য লিখিত আবেদন জানায়। যদিও গোটা ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত রাজনৈতিক আক্রমণের নমুনা বলে এদিনও দাবি করেছে বিজেপি।