
বাঁকুড়া: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। সেই মতোই বৃষ্টি হয়েছিল বিভিন্ন জেলায়। সঙ্গে বজ্রপাতও। সেই ঘটনায় বাজ এবার পড়ে বাঁকুড়ায় মৃত্যু হল দু’জনের। মৃতদের নাম সোনু লোহার ও অভি বাগদী। দু’জনেরই বাড়ি বাঁকুড়া সদর থানার সানাবাঁধ গ্রামে।
বুধবার সকাল থেকেই বাঁকুড়ার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের পর আচমকাই প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বাঁকুড়ায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাঝেই স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় সানাবাঁধ গ্রামের বছর উনিশের সোনু লোহার ওই গ্রামেরই বাসিন্দা, তেরো বছরের অভি বাগদী। আচমকাই বজ্রপাতে দুজনেই ছিটকে পড়ে মাটিতে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দুজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগামিকাল দেহ দু’টির ময়নাতদন্ত করা হবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
বস্তুত, গতবছরও (২০২৪) গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় ছিল বঙ্গবাসীর। এপ্রিলে রেকর্ড ভাঙা গরম পড়েছিল। গরমে তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন বঙ্গবাসী। ৪৩ ডিগ্রিতে চড়েছিল কলকাতার তাপমাত্রা। বৃষ্টি কবে হবে কার্যত চাতকের মতো অপেক্ষা করছিলেন। কিন্তু এই বছর সম্পূর্ণ আলাদা। এপ্রিল মাসে গরম পড়তে না পড়তেই লাগাতার বৃষ্টি হচ্ছে গোটা বাংলায়।