Fake Note: ৫০০ টাকার নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জালে দুই যুবক, পকেট সার্চ করতেই ঝুলি থেকে বেরল বিড়াল

Fake Note: পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বাঁকুড়ার তালডাংরা বাজারে একটি জাল নোট নিয়ে বাজার করতে যায় ওই ব্লকেরই লালবাঁধ গ্রামের বাসিন্দা গোলাম খান ও দুলাল হাসান মল্লিক। সন্দেহ হওয়ায় দোকানদার বিষয়টি তালডাংরা থানায় জানান।

Fake Note: ৫০০ টাকার নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জালে দুই যুবক, পকেট সার্চ করতেই ঝুলি থেকে বেরল বিড়াল
গ্রেফতার দুইImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 27, 2025 | 2:47 PM

বাঁকুড়া: ৫০০ টাকার জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ধৃত দুই যুবকের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক। ধৃত দু’জনেরই বাড়ি বাঁকুড়ার তালডাংরা থানার লালবাঁধ গ্রামে। ধৃতদের কাছ থেকে আরও বেশ কয়েকটি জাল নোট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনার নেপথ্যে বড় কোনও জাল নোট চক্রের হাত থাকতে পারে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বাঁকুড়ার তালডাংরা বাজারে একটি জাল নোট নিয়ে বাজার করতে যায় ওই ব্লকেরই  লালবাঁধ গ্রামের বাসিন্দা গোলাম খান ও দুলাল হাসান মল্লিক। সন্দেহ হওয়ায় দোকানদার বিষয়টি তালডাংরা থানায় জানান। তারপরই পুলিশ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। চলে তল্লাশি। 

তল্লাশিতেই দুই অভিযুক্তের কাছ থেকে আরও বেশ কয়েকটি জাল নোট উদ্ধার হয়েছে। এরপরই দু’জনকে গ্রেফতার করা হয়। চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ মনে করছে এর পিছনে বড় কোনও জাল নোট চক্রের হাত থাকতে পারে। এ বিষয়ে আরও তথ্য হাতে পেতে চাইছে পুলিশ। এদিনই তাঁদের খাতড়া মহকুমা আদালতে তুলেছে পুলিশ। যদিও অভিযুক্তদের পরিবারের সদস্যরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।