Water Crisis: কল আছে জল নেই! অন্য কাজ তো দূরের কথা, খাব কী? প্রতিবাদে চরম সিদ্ধান্ত গ্রামবাসীদের

Water Crisis: বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামে বসবাস কয়েকশো পরিবারের। এলাকায় পানীয় জল সরবরাহের জন্য বছর পাঁচেক আগে পাইপ লাইন বসানো হয়। বাড়ি বাড়ি দেওয়া হয় পাইপ লাইনের সংযোগও। কিন্তু সেই পাইপ লাইন দিয়ে জল এলেও তা অনিয়মিত।

Water Crisis: কল আছে জল নেই! অন্য কাজ তো দূরের কথা, খাব কী? প্রতিবাদে চরম সিদ্ধান্ত গ্রামবাসীদের
পথ অবরোধ গ্রামবাসীদের Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 16, 2025 | 2:16 PM

ছাতনা: গরমের দাপট বাড়তেই জলের সমস্যা দিকে দিকে। কপালে চিন্তার ভাঁজ নবান্নের। সমস্যা মেটাতে দেওয়া হয়েছে কড়া নির্দেশ। কিন্তু, এরইমধ্যে পশ্চিমের জেলাগুলিতে সমস্যার অন্ত নেই। গ্রামে বাড়ি বাড়ি নল পৌঁছেছে। কিন্তু সেই নল দিয়ে আসে না জল। মাঝেমধ্যে জলের ট্যাঙ্ক গ্রামে যায় বটে, কিন্তু তা থেকে মেলে না গৃহস্থের প্রয়োজনীয় পর্যাপ্ত জল। সামান্য জলের জন্য হাহাকার বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামে। নল পথে নিয়মিত জল সরবরাহের দাবিতে শালবনির পর এবার পথে নেমে বিক্ষোভে সামিল হলেন এই গ্রামের বাসিন্দারা। এদিন সকাল থেকে বাঁকুড়ার ছাতনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। 

বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামে বসবাস কয়েকশো পরিবারের। এলাকায় পানীয় জল সরবরাহের জন্য বছর পাঁচেক আগে পাইপ লাইন বসানো হয়। বাড়ি বাড়ি দেওয়া হয় পাইপ লাইনের সংযোগও। কিন্তু সেই পাইপ লাইন দিয়ে জল এলেও তা অনিয়মিত। দু-একদিন ছাড়া জল এলেও তা এতটাই স্বল্প সময়ের জন্যে দেওয়া হয় যে অধিকাংশ পরিবারই সারাদিনে জল পায় এক বালতি থেকে দু বালতি। তা দিয়ে গৃহস্থের প্রয়োজন মেটানো তো দূরের কথা, পানীয় জলের চাহিদাই মেটে না। এই পরিস্থিতিতে প্রবল গরমকে উপেক্ষা করে স্থানীয়দের পানীয় জল ও রান্নার প্রয়োজনীয় জল সংগ্রহ করতে হয় প্রায় আড়াই কিলোমিটার দূর থেকে। 

স্থানীয়দের দাবি, গ্রামে একাধিক নলকূপ থাকলেও তা পানের অযোগ্য। সেই জল দিয়ে রান্নাও হয় না। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে পানীয় জল সরবরাহ নিয়মিত করার দাবিতে এদিন সকাল থেকে হাঁড়ি-কলসি-বালতি নিয়ে আঁচুড়ি মোড়ে জমায়েত করেন স্থানীয় মহিলারা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। অবরোধের জেরে অফিস টাইমে ওই রাস্তায় যান চলাচল থমকে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ ও জনস্বাস্থ্য দফতরের আধিকারিকরা পৌঁছালে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের দাবি, দুর্গাপুর থেকে পাইপ লাইনের মাধ্যমে যে জল আনার ব্যবস্থা রয়েছে তার একেবারে শেষ অংশে রয়েছে এই এলাকা। ফলে জলের চাপ যথেষ্ট কম রয়েছে। তাই এই সমস্যা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।