Bankura: পাইপ লাইন ফেটে বিপত্তি, পানীয় জলের হাহাকার শহরে

Bankura: সতীঘাটের কাছে আচমকাই দুর্গাপুর থেকে আসা পাইপ লাইন ফেটে যায়। খবর পেয়েই তড়িঘড়ি পাইপ লাইন মেরামতির কাজে নামে বাঁকুড়া পৌরসভা, মহকুমা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দফতর। ক্ষতিগ্রস্ত জায়গায় রাতভর আলো জ্বালিয়ে মেরামতির কাজ চলে।

Bankura: পাইপ লাইন ফেটে বিপত্তি, পানীয় জলের হাহাকার শহরে
রাতভর পাইপলাইন মেরামতির কাজ চলেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 08, 2025 | 10:20 AM

বাঁকুড়া: জল সরবরাহের মূল পাইপ লাইন ফেটে বিপত্তি। বাঁকুড়া শহরে আপাতত বন্ধ জল সরবরাহ। গতকাল সন্ধ্যার মুখে আচমকাই দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়া শহরে জল সরবরাহের মূল পাইপ লাইন সতীঘাটের কাছে ফেটে যায়। খবর পেয়েই তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় তা মেরামতির কাজ শুরু করে পৌরসভা, স্থানীয় মহকুমা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দফতর। এদিকে পাইপ লাইন মেরামতির কাজের জন্য বৃহস্পতিবার ও আগামিকাল (শুক্রবার) শহরে জল সরবরাহ বন্ধ থাকার কথা ঘোষণা করেছে বাঁকুড়া পৌরসভা।

বাঁকুড়া শহরের দু’পাশ দিয়ে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদ বয়ে গেলেও শহরের পানীয় জল সরবরাহ অনেকাংশে নির্ভর করে দুর্গাপুর ব্যারেজ থেকে পাইপ লাইনের মাধ্যমে নিয়ে আসা জলের উপর। গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়া শহরের অদূরে সতীঘাটের কাছে আচমকাই দুর্গাপুর থেকে আসা পাইপ লাইন ফেটে যায়। খবর পেয়েই তড়িঘড়ি পাইপ লাইন মেরামতির কাজে নামে বাঁকুড়া পৌরসভা, মহকুমা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দফতর। ক্ষতিগ্রস্ত জায়গায় রাতভর আলো জ্বালিয়ে মেরামতির কাজ চলে। মেরামতির কাজ তদারকি করেন বাঁকুড়ার পুরপ্রধান, উপ পুরপ্রধান, মহকুমাশাসক।

বাঁকুড়া সদরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত বলেন, নজরদারির অভাবে নয়, গন্ধেশ্বরী নদীর পাড়ে ভূমিধসের কারণেই এই বিপত্তি ঘটেছে। মেরামতির কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হলেও কখন সেই কাজ শেষ হবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। এদিকে মেরামতির কাজের জন্য আজ ও আগামীকাল পৌর এলাকায় জল সরবরাহ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে বাঁকুড়া পৌরসভা। পানীয় জলের সমস্যা মেটাতে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হচ্ছে বলে মহকুমা শাসক জানান।