WB Panchayat Polls 2023: পঞ্চায়েত নির্বাচনের মুখে জোর ধাক্কা, তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 14, 2023 | 3:44 PM

WB Panchayat Polls 2023: বিজেপি ছেড়ে আসা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপিতে কাজ করার সুযোগ না পেয়েই দলবদলের সিদ্ধান্ত। তৃণমূলের দাবি, মেট্যালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুর্নীতিতে যুক্ত।

WB Panchayat Polls 2023: পঞ্চায়েত নির্বাচনের মুখে জোর ধাক্কা, তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ
বাঁকুড়ায় কংগ্রেসে যোগ

Follow Us

বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের মুখে জোর ধাক্কা খেল বাঁকুড়ার ছাতনা ব্লকের তৃণমূল ও বিজেপি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যোগ দেন কংগ্রেসে। এছাড়াও বিজেপির মণ্ডল কমিটির সদস্যও বিজেপি ছেড়ে হাতে তুলে নিলেন কংগ্রেসের পতাকা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান বাঁকুড়ার ছাতনায় কংগ্রেসকে আরও শক্তিশালী করল দাবি কংগ্রেসের। বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল ও বিজেপি।

মাসখানেক আগে বাঁকুড়ার ছাতনায় তৃণমূল ও বিজেপি ছেড়ে শতাধিক কর্মী যোগ দিয়েছিলেন কংগ্রেসে। নির্বাচনের মুখেও তৃণমূল ও বিজেপির রক্তক্ষরণ অব্যহত থাকল বাঁকুড়ার ছাতনায়। নির্বাচনের মুখে দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত মেট্যালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবিতা মাণ্ডি যোগ দিলেন কংগ্রেসে। একই দিনে ওই ব্লকেরই বিজেপির ছাতনা মণ্ডল কমিটির সদস্য নিত্যানন্দ গঙ্গোপাধ্যায় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

এই দু’জন ছাড়াও ছাতনা ব্লকের মেট্যালা ও তেঘরি অঞ্চলের তৃণমূল ও বিজেপির বেশ কিছু সক্রিয় কর্মী দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি কংগ্রেসের। কংগ্রেসের দাবি, অন্য দল ছেড়ে নেতা কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়ায় ছাতনা এলাকায় কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হল। দলবদল করা উপপ্রধানের দাবি দলের নেতৃত্বের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তিনি দলবদল করছেন।

বিজেপি ছেড়ে আসা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপিতে কাজ করার সুযোগ না পেয়েই দলবদলের সিদ্ধান্ত। তৃণমূলের দাবি, মেট্যালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুর্নীতিতে যুক্ত। তৃণমূল তাঁকে এই নির্বাচনে টিকিট দেবে না বুঝতে পেরেই তিনি দলবদল করেছেন। বিজেপি বিধায়কের দাবি, নিত্যানন্দ নামের কাউকে তাঁরা চেনেন না। তাছাড়া বিজেপি বিরাট বড় দল। দু-এক জন কে এল গেল তাতে দলের কিছু যায় আসে না।

Next Article