Gallery: ছানাপোনা নিয়ে দ্বারকেশ্বর পার হাতির দলের, ভয় একটাই, গ্রামে না ঢুকে পড়ে…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 24, 2022 | 1:58 PM

Gallery: মাস খানেক আগে পশ্চিম মেদিনীপুর থেকে দফায় দফায় মোট ৪৩টি হাতি প্রবেশ করে বাঁকুড়ায়।

1 / 5
ফের দলছুট হাতির পাল। দল ভেঙে বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদ পেরিয়ে আটটি হাতি ঢুকে পড়ল জয়পুরের জঙ্গলে। হাতির হানায় প্রাণহানি এড়াতে এলাকার মানুষকে সতর্ক করার জন্য মাইকিং শুরু করেছে বন দফতর।

ফের দলছুট হাতির পাল। দল ভেঙে বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদ পেরিয়ে আটটি হাতি ঢুকে পড়ল জয়পুরের জঙ্গলে। হাতির হানায় প্রাণহানি এড়াতে এলাকার মানুষকে সতর্ক করার জন্য মাইকিং শুরু করেছে বন দফতর।

2 / 5
সাঁকরাইল ব্লকে ৩৫ টি হাতির দল

সাঁকরাইল ব্লকে ৩৫ টি হাতির দল

3 / 5
এরপরই টনক নড়ে বন দফতরের। হাতির দলকে ফের পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়। আর সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে আটটি হাতির দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে ঢুকে পড়ল জয়পুরের জঙ্গলে। জয়পুর এলাকায় হাতির হানায় প্রাণহানি ও সম্পত্তিহানি রুখতে হাতির দলের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

এরপরই টনক নড়ে বন দফতরের। হাতির দলকে ফের পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়। আর সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে আটটি হাতির দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে ঢুকে পড়ল জয়পুরের জঙ্গলে। জয়পুর এলাকায় হাতির হানায় প্রাণহানি ও সম্পত্তিহানি রুখতে হাতির দলের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

4 / 5
চাষের ক্ষেতে হাতির দল

চাষের ক্ষেতে হাতির দল

5 / 5
হাতির দল নিয়ে উৎকন্ঠায় সাধারণ মানুষ। হাতির দল গ্রামে ঢুকে পড়লে বাড়িঘরে হামলার পাশাপাশি খাদ্যশস্য নষ্ট হওয়ার ভয়ও রয়েছে।

হাতির দল নিয়ে উৎকন্ঠায় সাধারণ মানুষ। হাতির দল গ্রামে ঢুকে পড়লে বাড়িঘরে হামলার পাশাপাশি খাদ্যশস্য নষ্ট হওয়ার ভয়ও রয়েছে।

Next Photo Gallery
Minor Girl Harassment: ষষ্ঠ শ্রেণির মেয়ের হাত-পা বেঁধে শসা মাচার তলায় ‘ধর্ষণ’, গ্রেফতার অভিযুক্ত প্রৌঢ়