বাঁকুড়া: পাই পাই করে ছুটছিল পিকআপ ভ্যান। কেউ বুঝতেও পারেনি এর ভিতরে কী রাখা। তবে খবর যাদের কাছে থাকার ঠিকই পৌঁছে যায়। গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ায় পিকআপ ভ্যান থেকে প্রায় সাড়ে তিন কুইন্ট্যাল গাঁজা (Cannabis) উদ্ধার করল বেঙ্গল পুলিশের এসটিএফ (STF)। বাঁকুড়ার বড়জোড়া থানার দেজুড়ি ও জামবেদিয়া এলাকার মাঝামাঝি রাস্তায় একটি পিক আপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, পিকআপ ভ্যানটি গাঁজা নিয়ে ওড়িশা থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে ধানবাদ যাচ্ছিল। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে এসটিএফ। আটক করা হয়েছে গাড়িটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্তঃরাজ্য একটি মাদক পাচারচক্র এর পিছনে রয়েছে। ওড়িশা থেকে ধানবাদ যাওয়ার পথ হিসাবে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক বেছে নেয়। ৬৫টি প্যাকেটে বিপুল সংখ্যক গাঁজা প্যাকিং করে নিয়ে যাচ্ছিল তারা। ধানবাদে তা পাচারের ছক ছিল বলে সূত্রের খবর।
মাদক পাচারচক্রের সেই পরিকল্পনা বিশেষ সূত্রে জানতে পারে স্পেশাল টাস্ক ফোর্স। এরপরই টাস্ক ফোর্সের বাহিনী বাঁকুড়ার বড়জোড়া থানার দেজুড়ি ও জামবেদিয়ার মাঝে গিয়ে তৈরি ছিল। পিকআপ ভ্যানটি সংশ্লিষ্ট জায়গায় আসতেই তল্লাশি শুরু করে এসটিএফ। তাতে প্রচুর বিচুলি রাখা ছিল।
তার উপরই বাক্স, বস্তায় গাঁজা ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলি বাজেয়াপ্ত করা হয়। গাড়িটিকে আটক করার পাশাপাশি ওই গাড়িতে থাকা দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এসটিএফ। এই পাচার চক্রে আর কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।