Bankura: ইন্দপুরে বিজেপি মহিলা মোর্চার নেত্রীর মৃত্যু, ‘সদা হাস্যমুখ’ মেয়ের এমন পরিণতিতে অবাক দলীয় কর্মীরা

Bankura News: ছত্রবাইদ গ্রামের গৃহবধূ ঝুমা গোস্বামী বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি তাঁকে মহিলা মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়।

Bankura: ইন্দপুরে বিজেপি মহিলা মোর্চার নেত্রীর মৃত্যু, 'সদা হাস্যমুখ' মেয়ের এমন পরিণতিতে অবাক দলীয় কর্মীরা
নিহত বিজেপি নেত্রী ঝুমা গোস্বামী।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 7:57 PM

বাঁকুড়া: মৃত্যু হল বিজেপির (BJP) মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা বিষ্ণুপুর (Bishnupur) সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পর্যবেক্ষক ঝুমা গোস্বামীর। শনিবার দুপুরে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ছত্রবাইদ গ্রামে ঝুমার বাড়ি থেকেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। নিয়ে যাওয়া হয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে বিজেপির এই নেত্রীর। এই ঘটনার পিছনে কারণ খুঁজতে ইন্দপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

ছত্রবাইদ গ্রামের গৃহবধূ ঝুমা গোস্বামী বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি তাঁকে মহিলা মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এরইমধ্যে শনিবার ঝুমার স্বামী নিজের কাজে বাড়ির বাইরে ছিলেন। দুপুরে ছেলে টিউশনিতে যায়। ছেলে বাড়ি ফিরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এরপর প্রতিবেশীদের সাহায্যে তড়িঘড়ি গলার ফাঁস খুলে স্থানীয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মর্গে তাঁর মরদেহে সম্মান জানান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্বেশ্বর সিংহ, বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল-সহ বিজেপির জেলা নেতৃত্ব। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা বলেন, “আমরা তো বুঝতে পারছি না। সংগঠনের প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করত। খুব সাহসী এবং লড়াকু মানসিকতার। সকলের সঙ্গে সৌভ্রাতৃত্বের সম্পর্ক রাখত। কত মানুষ এসেছেন আজ। সবসময় হাসিমুখে থাকা একটা মেয়ের এমন অবস্থা দেখে আমরাও অবাক। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে ভাল ব্যবহার করত।”

বিধায়ক জানান, তিনি ফোনে রাজ্যের মহিলা মোর্চার পর্যবেক্ষক লকেট চট্টোপাধ্যায়কেও জানান। নিলাদ্রীশেখর দানা বলেন, “আমি ফোন করার সঙ্গে সঙ্গে তাঁরা জানতে চান কীভাবে এমন ঘটনা ঘটল?” অন্যদিকে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্বেশ্বর সিংহ বলেন, “ঝুমাদির মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। একজন লড়াকু নেত্রী উনি।”