TMC-CPIM: ‘৩৪ বছর খেয়ে মধু, সিপিএম এখন সাজছে সাধু’, ভরা সভায় খোঁচা তৃণমূল নেতার

Hirak Mukherjee | Edited By: সায়নী জোয়ারদার

Apr 08, 2023 | 10:36 AM

Bankura: জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল বলেন, "যারা চিৎকার করছে তৃণমূলের সকলে চোর বলে, আমরা তার পাল্টা তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি।"

TMC-CPIM: ৩৪ বছর খেয়ে মধু, সিপিএম এখন সাজছে সাধু, ভরা সভায় খোঁচা তৃণমূল নেতার
মঞ্চে তৃণমূল নেতা কৌশিক বটব্যাল।

Follow Us

বাঁকুড়া: নিয়োগ দুর্নীতির অভিযোগে শাসকদল যখন কার্যত ফালা ফালা, তখন পাল্টা অভিযোগ তুলে ময়দানে নেমেছে তৃণমূলও (TMC)। বাম আমলে নিয়োগে দুর্নীতি (Recruitment Scam) হয়েছে বলে গত কয়েকদিন ধরে অনবরত অভিযোগ তুলছে তৃণমূল। তাদের অভিযোগ, বাম আমলে চাকরি হয়েছে চিরকুটে। আর এই অভিযোগকে ঢাল করেই এবার ভোট প্রচারে নামার ডাক দিলেন বাঁকুড়ার জয়পুর (Bankura Jaipur) ব্লক তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, বাম আমলে চিরকুটে চাকরি হয়েছে। সেই তালিকা হাতে নিয়ে প্রচার চালাতে হবে। যদিও তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাম নেতৃত্ব। তাদের দাবি, আগে প্রমাণ করুক।

শুক্রবার জয়পুর ব্লকের গেলিয়াতে তৃণমূলের একটি জনসভা ছিল। সেখানেই তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল বক্তব্য রাখতে উঠে বাম আমলের চাকরিতে ব্যাপক বেনিয়মের অভিযোগ প্রসঙ্গ টেনে আনেন। তাঁর অভিযোগ, সে সময় বেছে বেছে এলাকার বাম নেতা, তাঁদের ঘনিষ্ঠদের গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আশাকর্মী, আইসিডিএস, হাসপাতালে চাকরি দেওয়া হয়েছে।

জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল বলেন, “যারা চিৎকার করছে তৃণমূলের সকলে চোর বলে, আমরা তার পাল্টা তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আমার জয়পুর ব্লকে সিপিএমের কোন কোন নেতা কারা কারা চাকরি করেছে, তাদের পরিবারের কারা চাকরি করেছে, সব তৈরি। সেই তালিকা নিয়ে মানুষের দরজায় দরজায় যাব। সকলকে জানাব ৩৪ বছর খেয়ে মধু, সিপিএম এখন সাজছে সাধু। তারা কত বড় সাধু সেটা লোককে বলব। এক সময় চিরকুটে চাকরি দিয়েছে। নির্বাচনে এটা আমাদের প্রধান ইস্যু হবে।”

পাল্টা জয়পুরের বামনেতা গণেশগোপাল মুখোপাধ্যায়ের বক্তব্য, “আমাদের রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব তো স্পষ্ট মতামত দিয়ে দিয়েছে। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। কোনও বেনিয়ম নিয়োগ আমাদের হয়নি। বামপন্থী পরিবারের কেউ অন্যায়ভাবে চাকরি পায়নি। পরীক্ষা দিয়ে চাকরি করেছে বা করছে।”

Next Article