Actor Jeet: জিৎ-এর অনুষ্ঠানে বিশৃঙ্খলার নেপথ্যে কোন কারণ?
Jeet in Bankura: যদুভট্ট মঞ্চের সামনে থাকা শয়ে শয়ে চেয়ার ভেঙে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা। তাণ্ডব চলে মেলার পার্শ্ববর্তী দোকানগুলিতেও। মুহূর্তের মধ্যে মেলার আনন্দঘন পরিবেশ আতঙ্কে রূপ নেয়। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ শুরু করলে উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যায়।
বাঁকুড়া: বিষ্ণুপুর মেলার সাংস্কৃতিক মঞ্চে টলিউড তারকা জিতের উপস্থিতি ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হলো শনিবার রাতে। উপচে পড়া ভিড় সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে, যার জেরে একসময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অনুষ্ঠান চলাকালীন দর্শকদের উন্মাদনা চরমে পৌঁছালে শুরু হয় ব্যাপক ভাঙচুর। যদুভট্ট মঞ্চের সামনে থাকা শয়ে শয়ে চেয়ার ভেঙে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা। তাণ্ডব চলে মেলার পার্শ্ববর্তী দোকানগুলিতেও। মুহূর্তের মধ্যে মেলার আনন্দঘন পরিবেশ আতঙ্কে রূপ নেয়। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ শুরু করলে উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যায়।