‘মহামানব’ অনুব্রত! পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিডিও, ‘ভাল ছেলে’ প্রশস্তি কেষ্টর

tista roychowdhury |

Jun 17, 2021 | 8:37 PM

এদিন, গুসকরায়, আউশগ্রাম-১ ব্লকের কিষাণ মাণ্ডির একটি ভবনে ২৫ বেডের সেফ হোম চালু করা হয়। উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, ব্লক উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজি প্রমুখ।

মহামানব অনুব্রত! পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিডিও, ভাল ছেলে প্রশস্তি কেষ্টর
'মহামানবের' পা ছুঁলেন বিডিও, নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব বর্ধমান: বীরভূমের ‘নায়ক’ তিনি। কারো মতে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়েক অন্যতম বিশ্বস্ত সেনাপতি। তিনি ‘দিদির আদরের’ কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। এ বার, অনুব্রতকে ‘মহামানব’ অ্যাখ্যা দিলেন আউশগ্রামের ব্লক উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়। পাল্টা, তাঁকে ‘ভাল ছেলে’ বলে শংসাপত্র দিলেন খোদ অনুব্রত।

বৃহস্পতিবার আউশগ্রামের গুসকরায় কোভিড রোগীদের জন্য একটি সেফ হোমের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এদিন, উদ্বোধনী অনুষ্ঠানে, ব্লক উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় বলেন, “কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উদ্যোগী, তেমন মহামানব অনুব্রত। আমার একটি আবেদনেই ওঁ এখানে এসেছেন। আমি আপ্লুত।” এরপর, অতিথিদের বরণ করতে গিয়ে সটান অনুব্রতবাবুর পা ছুঁয়ে প্রণাম সেরে ফেলেন অরিন্দম। সরকারি আধিকারিকের এই আচরণে একদিকে যেমন অবাক অনেকেই, তেমন পাল্টা ‘ভাল ছেলে’-র শংসাপত্র দিলেন খোদ অনুব্রতই।

এদিন, অনুব্রত বলেন, “গুসকারার মানুষদের বলছি, আপনাদের ভাগ্য ভাল, যে আপনারা একটা ভাল বিডিও পেয়েছেন। অরিন্দম ভাল ছেলে। আমি যেই শুনেছি সেফ হোম তৈরির কথা, সঙ্গে সঙ্গে চলে এসেছি। অন্য় কোথাও যেতে পারতাম। কিন্তু যাইনি। এখানেই এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের কথা বলে। ভাবে। মানুষের জন্য কাজ করে। সরকার সবসময় মানুষের পাশে আছে।”

এদিন, গুসকরায়, আউশগ্রাম-১ ব্লকের কিষাণ মাণ্ডির একটি ভবনে ২৫ বেডের সেফ হোম চালু করা হয়। উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, ব্লক উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজি প্রমুখ।

আরও পড়ুন: ‘চরিত্রহীন বিশ্বজিৎ’, মহিলাদের মানহানির অভিযোগে পোস্টার! বিতর্কে বিজেপি বিধায়ক

 

 

 

Next Article