বিশ্বভারতীর কাছ থেকে রাস্তা ফেরত নিল রাজ্য সরকার

Dec 28, 2020 | 4:55 PM

পরবর্তীকালে আশ্রমিকরা অভিযোগ করতে থাকেন, ওই রাস্তা বিশ্বভারতী বন্ধ করে দিচ্ছে।

বিশ্বভারতীর কাছ থেকে রাস্তা ফেরত নিল রাজ্য সরকার
বিশ্বভারতীর কাছ থেকে রাস্তা ফেরাল পূর্ত দফতর

Follow Us

বীরভূম: শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন যাওয়ার রাস্তা বিশ্বভারতীর (Visva Bharati)থেকে এবার ফেরত নিয়ে নিচ্ছে পূর্ত দফতর। বোলপুরের প্রশাসনিক সভা থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন যাওয়ার রাস্তা বিশ্বভারতী বন্ধ করে দেয় অভিযোগ করে কয়েকজন আশ্রমিক রাজ্য সরকারকে চিঠি লেখেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিঠি দিয়ে বিশ্বভারতীকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে, এর ফলে আশ্রমিকদের সমস্যা মিটে যাবে।

উল্লেখ্য,  কয়েক বছর আগেই বিশ্বভারতীর দুই ক্যাম্পাসের মাঝখানে কালিসায়র থেকে উপাসনা মন্দির পর্যন্ত রাস্তা পিডব্লুডি-র থেকে নিয়েছিল বিশ্বভারতী। পরবর্তীকালে আশ্রমিকরা অভিযোগ করতে থাকেন, ওই রাস্তা বিশ্বভারতী বন্ধ করে দিচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন সভাতেই এক আশ্রমিকের লেখা চিঠি পড়েন। সেখানে অভিযোগ করা হয়েছে, বিশ্বভারতী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এই রাস্তায় ছবি তোলা যাবে না বলেও নির্দেশ দেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই  চিঠির প্রথমাংশ পড়ার পরই তিনি ঘোষণা করে দেন, আজই সেই রাস্তা ফিরিয়ে নিয়ে আবার পূর্ত দফতরকেই দেওয়া হবে। তবে এটিও উল্লেখ করেন, আশ্রমিকের লেখা ওই চিঠি হাতে পাওয়ার আগেই তিনি এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।  তিনি বলেন, “বিশ্বভারতীর কর্তৃপক্ষ অনুরোধ করে এই রাস্তাটি নিয়েছিলেন। আমরা সেটা ফেরত নিচ্ছি। “বিশ্বভারতীর কোথায় কোথায় পাঁচিল দেওয়া হয়েছে, তা সার্ভে করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার

সাম্প্রতিককালে বেশ কিছু ইস্যুতে বিশ্বভারতীর কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের একটি সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। পৌষমেলা নিয়ে বিশ্বভারতীর বর্তমান উপাচার্যের সঙ্গে মতবিরোধ, বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘নিমন্ত্রণ না করা’- এসবের পর সম্পর্ক আরও খারাপের দিকেই গিয়েছে বলে বলছেন বিশেষজ্ঞরা। তাতে নতুন মাত্রা যোগ করল বিশ্বভারতীর কাছ থেকে গুরুত্বপূর্ণ রাস্তা ফেরত নেওয়ার বিষয়টি।

 

Next Article