Bardhaman: খিচুড়ি খেতে গিয়েই সব শেষ! জল ভেবে পেট্রোল খেয়ে মৃত্যু ৯ মাসের শিশুকন্যার

Bardhaman: বুধবার মিড ডে মিলের খাবার বাড়ি এসেছিল। বাড়িতে এনে খাচ্ছিল ৭ ও ৫ বছরের দুই শিশু। তাঁদের সঙ্গে বসেই ৯ মাসের ওই শিশুকন্যা খিচুড়ি খেতে বসে। খিচুরি খেতে খেতে জল চায় শিশুটি। আর ঠিক তখনই ঘটে যায় এ ঘটনা।

Bardhaman: খিচুড়ি খেতে গিয়েই সব শেষ! জল ভেবে পেট্রোল খেয়ে মৃত্যু ৯ মাসের শিশুকন্যার
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 07, 2025 | 8:36 PM

রামপুরহাট: জল ভেবে পেট্রোল খেয়ে ফেলল ৯ মাসের শিশুকন্যার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শিশুকন্যার। শোকের ছায়া পরিবারে। সূত্রে খবর, বুধবার মিড ডে মিলের খাবার বাড়ি এসেছিল। বাড়িতে এনে খাচ্ছিল ৭ ও ৫ বছরের দুই শিশু। তাঁদের সঙ্গে বসেই ৯ মাসের ওই শিশুকন্যা খিচুড়ি খেতে বসে। খিচুরি খেতে খেতে জল চায় শিশুটি। পরিবারের সদস্যরা বলছেন, জলের বদলে শিশুটিকে বোতেলে রাখা পেট্রোল খাইয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। 

তাঁকে উদ্ধার করে দ্রুত রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিল শিশুটি। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় সাদিয়া খাতুন নামে ওই শিশুকন্যার।

পরিবারের এক সদস্য বলছেন, “বাড়িতে খিঁচুড়ি আনা হয়েছিল। দুটো বাচ্চার সঙ্গে বসে খিচুড়ি খাচ্ছিল। তারমধ্যেই ওরা জল খেতে যায়। ওদের মধ্যে সাত বছরের যে বাচ্চাটা রয়েছে সে ভুল করে জল ভেবে বোতলে রাখা পেট্রোলটা খাইয়ে দেয়। নিজেরাও খাবে ভেবেছিল। কিন্তু তার আগেই মেয়েটার খিঁচুনি শুরু হয়ে যায়। কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হসে সেখান থেকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাত দেড়টার সময় মৃত্যুর কোলে ঢোলে পড়ে।”