‘ভয়ঙ্কর খেলা হবে, খেলা শেষে হাসপাতালে যাবে’, সুর চড়ালেন অনুব্রত

সুমন মহাপাত্র |

Jan 28, 2021 | 10:40 PM

হুঙ্কার ছেড়ে অনুব্রতর সাফ কথা, "হাডুডু খেলা হবে। খেলা শেষে হাসপাতালে যাবে। খেলায় লাগলে হাসপাতালেই যায়।"

ভয়ঙ্কর খেলা হবে, খেলা শেষে হাসপাতালে যাবে, সুর চড়ালেন অনুব্রত
ফাইল চিত্র।

Follow Us

বীরভূম: ‘খেলা হবে,ভয়ঙ্কর খেলা হবে।’ ফের সভামঞ্চ সুর চড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। একের পর এক বাক্যবাণে বিজেপিকে কটাক্ষ করলেন তিনি। এদিন মঞ্চ থেকে বিজেপির উদ্দেশে অনুব্রত বলেন, “বলছে সোনার বাংলা করব। বিহার, উত্তর প্রদেশে করতে পারেনি আর বাংলায় করবে! আহা সোনা মুখ গো আমার।”

শুধু তাই নয়, হুঙ্কার ছেড়ে অনুব্রতর সাফ কথা, “হাডুডু খেলা হবে। খেলা শেষে হাসপাতালে যাবে। খেলায় লাগলে হাসপাতালেই যায়।” মঞ্চে প্রধানমন্ত্রীর নাম না করে তাঁর দাড়ি নিয়েও কটাক্ষ করেন অনুব্রত।

আরও পড়ুন: ঘুচবে দূরত্ব, উত্তরবঙ্গ দিয়ে রেলপথে জুড়ছে ভারত-বাংলাদেশ

প্রসঙ্গত, বীরভূমের এই তৃণমূল নেতা বক্তব্য বারবারই বিতর্ক সৃষ্টি করে। কয়েকদিন আগেই বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) ব্যক্তিগত ও কুরুচিকর আক্রমণ করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আউশগ্রামে শাসকদলের এক সভা থেকে বৈশাখীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দিনে এই লোক, রাতে এই লোক। বার বার লোক চেঞ্জ করছে।” পাশাপাশি সেই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বেইমান’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি।

Next Article