
বীরভূম: গরু পাচার মামলায় তাঁকে সিবিআই গ্রেফতার করার পর পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অনুব্রত মণ্ডলকে ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সভাস্থলে ঢুকতে বেগ পেতে হয়েছিল। পুলিশ আটকে দিয়েছিল তাঁকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে চলে যেতে হয় তাঁকে। পরে তৃণমূলের সভায় আর তাঁকে দেখা যায়নি। দিন ১৫-র ব্যবধানেই বদলে গেল ছবিটা। এবার সরকারি অনুষ্ঠানে তালিকার একেবারে উপরে দেখা গেল তাঁর নাম।
পদ ফিরে পাওয়ার পরই সরকারি আমন্ত্রণের সবার প্রথমে অনুব্রত মণ্ডলের নাম। অডিয়ো-কাণ্ডের পর অর্থাৎ পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অডিয়ো ভাইরাল হওয়ার পর একাধিক সরকারি অনুষ্ঠান থেকে অনুব্রত মণ্ডলের নাম বাদ যায়। নাম থাকছিল কাজল শেখের। এবার উল্টো ছবি। এক নম্বরে অনুব্রত আর চার নম্বরে কাজল শেখের নাম।
আগামী ৭ অগস্ট থেকে ১০ অগস্ট পর্যন্ত চারদিনব্যাপী চলবে বিশ্ব আদিবাসী দিবস। এই অনুষ্ঠানের সবার প্রথমে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। মুখ্যমন্ত্রীর সভাতেও চার নম্বরে নাম ছিল কাজল শেখের।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের সময় জেলা কোর কমিটির অন্যান্য সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা চলে যাওয়ার পর মমতার সঙ্গে দেখা করেন কেষ্ট। মিনিট দশেক কথা হয় তাঁর। তারপরই অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করা হয়। জেলা তৃণমূলে ফের গুরুত্ব বাড়ে তাঁর। আগের মতো নিরাপত্তাও ফিরে পান তিনি। আর এবার অনুষ্ঠানের তালিকাতেও অনুব্রতর নাম দেখা গেল সবার উপরে।