Arms in Bengal: কালীপুজোর পরই রাজ্যে উদ্ধার পিস্তল-ম্যাগাজিন, মুঙ্গের থেকে চলছিল কারবার!

Arms Recovery: ধৃতদের নাম অভয় কুমার শর্মা ও মীনারুল শেখ। প্রথমজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা ও দ্বিতীয়জন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা। তাঁদের কাছ থেকে দুটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এগুলি ৭.৬৫ এমএম ক্যালিবারের ও ম্যাগাজিন লোড করা ছিল।

Arms in Bengal: কালীপুজোর পরই রাজ্যে উদ্ধার পিস্তল-ম্যাগাজিন, মুঙ্গের থেকে চলছিল কারবার!
উদ্ধার হওয়া অস্ত্রImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 23, 2025 | 2:09 PM

বীরভূম: কালীপুজোর আবহেই রাজ্যে উদ্ধার অস্ত্র। বিহারের বাসিন্দাকে গ্রেফতার করা হল এ রাজ্য থেকে। অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। মাস কয়েক পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রায় সব রাজনৈতিক দল নিজেদের কৌশল নিয়ে মাঠে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে রজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।

বিশেষ সূত্র থেকে খবর যায় পুলিশের কাছে। সেই সূত্রের খবরের উপর ভিত্তি করেই গতকাল, বুধবার তল্লাশি চালায় পুলিশ। তারাপীঠ থানার অন্তর্গত বীরচন্দ্রপুর রোডের কাছে বেসিক মোড়ে মা তারা হোটেলের সামনে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেখান থেকেই দুই ডিলারকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের নাম অভয় কুমার শর্মা ও মীনারুল শেখ। প্রথমজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা ও দ্বিতীয়জন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা। তাঁদের কাছ থেকে দুটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এগুলি ৭.৬৫ এমএম ক্যালিবারের ও ম্যাগাজিন লোড করা ছিল। এছাড়াও দুটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত দুজন আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে সন্দে করছে পুলিশ।

মাসকয়েক আগেই উত্তর ২৪ পরগনার খড়দহের রিজেন্ট পার্কে বিপুল আগ্নেয়াস্ত্রের খোঁজ পাওয়া গিয়েছিল। গোপনসূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে অন্তত ১৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা।

শুধু তাই নয়, ওই ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়। অ্যাপার্টমেন্টে একাধিক পরিবার বসবাস করে, ফলে সেখানে এভাবে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায়। আর এবার বীরভূম।