North 24 Parganas: খড়দহে আবাসনে অস্ত্র উদ্ধারের পর ধরপাকড়, বারাকপুর থেকে পাকড়াও বিট্টু
North 24 Parganas: নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী আদিত্য ওরফে বিট্টু পণ্ডিতের বিরুদ্ধে।।সেই অস্ত্র রাখার পুরনো এক মামলায় গোপন অভিযান চালিয়ে আদিত্য ওরফে বিট্টু পণ্ডিতকে টিটাগড় থেকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনা: খড়দহের রিজেন্ট পার্কের অ্যাপার্টমেন্ট থেকে অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলার পর পুরনো অস্ত্র আইন মামলায় টিটাগড় থেকে তৃনমূল কর্মী বিট্টু পন্ডিতকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। খড়দহে মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। তদন্তে উঠে আসে বিট্টুর নাম। পুলিশ জানাচ্ছে, মধুসূদনের সঙ্গে বিট্টুর যোগের প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে খড়দহ থেকে অস্ত্র উদ্ধারের পর পুরনো সব অস্ত্র মামলা খতিয়ে দেখা হচ্ছে। তারজন্য তল্লাশি চালাছে বারাকপুরের বিভিন্ন জায়াগায় গোয়েন্দা বিভাগ।
নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী আদিত্য ওরফে বিট্টু পণ্ডিতের বিরুদ্ধে।।সেই অস্ত্র রাখার পুরনো এক মামলায় গোপন অভিযান চালিয়ে আদিত্য ওরফে বিট্টু পণ্ডিতকে টিটাগড় থেকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।বারাকপুরের বিভিন্ন জায়গায় গোয়েন্দা বিভাগের অফিসাররা রাত ভোর তল্লাশি শুরু করেছে।
জানা গিয়েছে, বিট্টু টিটাগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এর আগেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তারপর ছাড়া পায়। আবার তিনি কোনও বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত হয়েছে কিনা, সেটাই আবার খতিয়ে দেখতে চাইছে পুলিশ। যদিও এক্ষেত্রে তৃণমূল কাউন্সিলরের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

