Bagtui Massacre: ওই রাতে সব ঘটেছে তাঁরই চোখের সামনে, বগটুইয়ে প্রথম এই একমাত্র গ্রামবাসীর বয়ান রেকর্ড করল সিবিআই
Bagtui Massacre: সোনা শেখের পাশের বাড়িতেই থাকেন তাহের শেখ। সিবিআইকে তিনি জানিয়েছেন কীভাবে ওই রাতে সোনা শেখের বাড়িতে তাণ্ডব চলে।
বীরভূম: বগটুই কাণ্ডে প্রথম এক গ্রামবাসীর বয়ান রেকর্ড করছে সিবিআই। ওই ব্যক্তি এই নারকীয় হত্যাকাণ্ডে অন্যতম এক সাক্ষী সোনা শেখের প্রতিবেশী। সোনা শেখের পাশের বাড়িতেই থাকেন তাহের শেখ নামে ওই ব্যক্তি। ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খ বিবরণ পেতে চায় সিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁর কাছ থেকে পেয়েছেন তদন্তকারীরা, তিনি ঠিক কী দেখেছেন,সেটাও আরও গভীর ভাবে জানতে চান তদন্তকারীরা। তাই তাঁকে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হবে। প্রত্যক্ষদর্শী হিসাবে তাঁর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোনা শেখের পাশের বাড়িতেই থাকেন তাহের শেখ। সিবিআইকে তিনি জানিয়েছেন কীভাবে ওই রাতে সোনা শেখের বাড়িতে তাণ্ডব চলে। প্রথমে গ্রিল কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা, তারপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। বাড়ির ভিতরে মহিলা-পুরুষ-বাচ্চা নির্বিশেষে অত্যাচার চলে। অস্থায়ী ক্যাম্পে এই গোটা বিবরণটিই রেকর্ড করা হবে।
সোনার আরেক প্রতিবেশীর বাড়িতে বুধবার সকালেই গিয়েছিলেন তদন্তকারীরা। তাঁরা চলে যাওয়ার পর সেই বাড়িতে যান TV9 বাংলার প্রতিনিধি। সিবিআই তাঁকে কী প্রশ্ন করল, তা জানতে চাওয়াতে সোনা শেখের ওই প্রতিবেশী বলেন, “কালু শেখ, আনওয়ার আলির খোঁজ করছিল সিবিআই। ওরা তো বাড়িতে নেই। পালিয়ে গিয়েছে। এই তো পিছনের দিকেই ওদের বাড়ি। বোধহয় শ্বশুরবাড়ির দিকে পালিয়ে গিয়েছে। ব্যস, ওই টুকুই জানতে চায় সিবিআই। সেদিনের ঘটনার ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করেননি। আমরা তো কিছু জানিও না কোথায় যেতে পারে ওরা।” বুধবার সকালে বগটুই কাণ্ডে অভিযুক্তদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। গ্রামেই কন্ট্রোল রুম খোলে পুলিশ।
আরও পড়ুন: Bagtui Massacre: নাজিমাদের লোহার দরজা, পাকা ছাদ দেখে আশ্রয় নিয়েছিল, পরক্ষণেই… অভিশপ্ত রাতের অভিজ্ঞতা জানাল ১১ বছরের কিশোর