বীরভূম: ‘দিদি যা বললেন, এখন তাই করতে হবে। টাকা দিলেন,চাকরি দিলেন… নিরাপত্তা কোথায়?’ বললেন বগটুইয়ের স্বজনহারা সেই অভিশপ্ত পরিবারের সদস্য শেখ লাল শেখ। তবে গ্রামে ফিরতে এখনও ভয় পাচ্ছেন তাঁরা। বললেন, “মুখ্যমন্ত্রী তো সামান্য কিছু দিয়ে আমাদের সন্তুষ্ট করলেন। এখন চাপে পড়ে আমাদের সহ্য করতে হল। এত লোক… গ্রামে ফিরতে গেলে তো যথাযথ নিরাপত্তা দিতে হবে পুলিশকে।” মুখ্যমন্ত্রী ততক্ষণে বগটুইয়ের ওই গলি ছেড়ে এগিয়েছেন। স্বজনহারাদের তখন ঘিরে ধরেছেন সাংবাদিকরা। আপনারা কি মুখ্যমন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট? প্রশ্ন করতে উত্তর দিচ্ছেন ষাটোর্ধ্ব এই ব্যক্তি। তখনই ভিড় ঠেলে পিছন থেকে বেরিয়ে আসেন স্বজনহারা এক মহিলা। তিনি বললেন, “আমি মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নই। আমাদের যেরকম ঘর ছিল, আত্মীয় ছিল, সব ফিরে পেতে চাই। টাকা পয়সা কিচ্ছু নেব না।” কথাগুলো বলার সময়ই তাঁকে অনান্য গ্রামবাসীরা ঘিরে অন্য জায়গায় নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী বগটুইয়ে গিয়ে মূল অভিযুক্ত আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আক্রান্তদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন মমতা। পরিবারগুলির হাতে তুলে দেন ৫ লক্ষ টাকার চেক। যাঁদের ঘর পুড়ে গিয়েছে তাঁদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে আরও ১ লক্ষ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পরিজনদের চাকরি দেওয়ার প্রস্তাবও দিয়েছেন মমতা।
বীরভূম: ‘দিদি যা বললেন, এখন তাই করতে হবে। টাকা দিলেন,চাকরি দিলেন… নিরাপত্তা কোথায়?’ বললেন বগটুইয়ের স্বজনহারা সেই অভিশপ্ত পরিবারের সদস্য শেখ লাল শেখ। তবে গ্রামে ফিরতে এখনও ভয় পাচ্ছেন তাঁরা। বললেন, “মুখ্যমন্ত্রী তো সামান্য কিছু দিয়ে আমাদের সন্তুষ্ট করলেন। এখন চাপে পড়ে আমাদের সহ্য করতে হল। এত লোক… গ্রামে ফিরতে গেলে তো যথাযথ নিরাপত্তা দিতে হবে পুলিশকে।” মুখ্যমন্ত্রী ততক্ষণে বগটুইয়ের ওই গলি ছেড়ে এগিয়েছেন। স্বজনহারাদের তখন ঘিরে ধরেছেন সাংবাদিকরা। আপনারা কি মুখ্যমন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট? প্রশ্ন করতে উত্তর দিচ্ছেন ষাটোর্ধ্ব এই ব্যক্তি। তখনই ভিড় ঠেলে পিছন থেকে বেরিয়ে আসেন স্বজনহারা এক মহিলা। তিনি বললেন, “আমি মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নই। আমাদের যেরকম ঘর ছিল, আত্মীয় ছিল, সব ফিরে পেতে চাই। টাকা পয়সা কিচ্ছু নেব না।” কথাগুলো বলার সময়ই তাঁকে অনান্য গ্রামবাসীরা ঘিরে অন্য জায়গায় নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী বগটুইয়ে গিয়ে মূল অভিযুক্ত আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আক্রান্তদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন মমতা। পরিবারগুলির হাতে তুলে দেন ৫ লক্ষ টাকার চেক। যাঁদের ঘর পুড়ে গিয়েছে তাঁদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে আরও ১ লক্ষ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পরিজনদের চাকরি দেওয়ার প্রস্তাবও দিয়েছেন মমতা।