Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolpur: কড়া নিষেধাজ্ঞা পর্যটকদের জন্য! শান্তিনিকেতনে এই জায়গায় হচ্ছে না বসন্ত উৎসব

Santiniketan: দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রঙ খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ২০১৯ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করছে।

Bolpur: কড়া নিষেধাজ্ঞা পর্যটকদের জন্য! শান্তিনিকেতনে এই জায়গায় হচ্ছে না বসন্ত উৎসব
বন্ধ বসন্ত উৎসবImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 3:23 PM

বোলপুর: সামনের সপ্তাহে দোল। আর বাঙালির কাছে এই বসন্ত উৎসব মানেই অন্যতম জায়গা বোলপুর শান্তিনিকেতন। ছুটি পেলেই বাঙালি ঢুঁ মেরে আসতে ভালবাসে খোয়াই, সোনাঝুরির হাট-সহ বিভিন্ন জায়গায়। তবে জানেন, শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বনদফতরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব।

দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রঙ খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ২০১৯ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করছে। সেখানে বহিরাগতদের কোনও রকম প্রবেশাধিকার থাকে না। সে কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে।

বিগত কয়েক বছর ধরে বোলপুর বনদফতরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হত। কিন্তু এই বছর বোলপুর বনদফতরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত। হাটের ব্যবসায়ীরা অবশ্য বনদফতরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বোলপুর বনদপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বনদপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।