Birbhum: নাতনিকে নিয়ে রেললাইনের ধারে গিয়েছিলেন ঠাকুমা, ছিন্নভিন্ন হল ৭ বছরের অনিন্দিতা
Birbhum: অনুমান করা হচ্ছে অসাবধানতাবশত খেলা করতে করতে রেল লাইনের কাছাকাছি চলে গিয়েছিল অনিন্দিতা। ঠিক সেই সময়েই আহমদপুর-কাটোয়াগামী এক্সপ্রেস উল্টোদিক থেকে আসছিল। ট্রেনে কাটা পড়ে যায় অনিন্দিতা।

বীরভূম: শীতে নাতনিকে নিয়ে রোদ পোহাতে গিয়েছিলেন রেল লাইনের ধারে। ঠাকুমার সঙ্গে গিয়েছিল বছর সাতেকের ছোট্ট অনিন্দিতা। রেললাইনের ধারে গেল বটে, কিন্তু আর ফিরল না। ট্রেনে ছিন্নভিন্ন হয়ে গেল শরীর। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু নাতনির। গুরুতর আহত হয়েছেন ঠাকুমা যোগমায়া হাজরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারের জুবুটিয়া সংলগ্ন রেললাইনের ধারে। এখনও পর্যন্ত ঠাকুমার অবস্থা সঙ্কটজনক। তিনি কথা বলার মতো পরিস্থিতিতে নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেললাইন সংলগ্ন স্থানে ঠাকুমার সঙ্গে গিয়েছিল অনিন্দিতা হাজরা নামের ওই শিশুটি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শীতের সকালে রোদ পোহাতে ঠাকুমা মাঝেমধ্যেই নাতনিকে নিয়ে যান। তবে এদিন কীভাবে এই ধরনের ঘটনা ঘটছে, তা বুঝতে পারছেন না কেউ।
অনুমান করা হচ্ছে অসাবধানতাবশত খেলা করতে করতে রেল লাইনের কাছাকাছি চলে গিয়েছিল অনিন্দিতা। ঠিক সেই সময়েই আহমদপুর-কাটোয়াগামী এক্সপ্রেস উল্টোদিক থেকে আসছিল। ট্রেনে কাটা পড়ে যায় অনিন্দিতা।
মনে করা হচ্ছে, নাতনিকে বাঁচাতে গিয়েই আহত হন তাঁর ঠাকুমা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই মৃত্যু হয় অনিন্দিতার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ, পুলিশের আধিকারিকরা। যোগমায়া বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এ দৃশ্য চোখে দেখা যায় না। বাচ্চাটার শরীর পুরো ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। ঠাকুমা সুস্থ হলেও বোঝা যাবে ঠিক কী ঘটেছিল?”





