Birbhum Deadbody Recover: থানার কাছেই এ কী ভয়ঙ্কর কাণ্ড! মাথায় হাত সকলের
Birbhum:পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়ি রামপুরহাটের একটি গ্রামে। মৃত ব্যক্তির নাম সমীর লেঠ। তাঁর পরিবার সূত্রে খবর, সমীরবাবু সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তারপর তিনি আর বাড়ি ফেরেননি।

বীরভূম: সাঁইথিয়া থানা চত্বর এলাকায় রহস্য মৃত্যু। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। ময়নাতদন্তের দেহ আনা হয়েছে সিউড়ি হাসপাতালে। থানার সঙ্গে যোগাযোগ করেছে হাসপাতাল।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়ি রামপুরহাটের একটি গ্রামে। মৃত ব্যক্তির নাম সমীর লেঠ। তাঁর পরিবার সূত্রে খবর, সমীরবাবু সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন জানিয়েছেন, সমীরের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা হয়। তখনই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
এরপর সাঁইথিয়া থানা এলাকা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশের অনুমান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। কিন্তু সাঁইথিয়া থানা এলাকায় তিনি কীভাবে পৌঁছে গেলেন তা এখনও জানা যায়নি। এরপর তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে। কিন্তু হাসপাতালের দাবি, মৃতদেহ আসার পরও প্রায় পঞ্চাশ মিনিট পরিবারের কেউ যোগাযোগ করেননি। এমনকী পুলিশ আসেননি। এরপর মৃতদেহটি এমারজেন্সির সামনেই ফেলে রাখা হয়। পরে পুলিশ এসে হাসপাতালের ভিতর মৃতদেহটি ঢোকায়। সিউড়ি হাসপাতালের চিকিৎসক এসপি সরকার বলেন, “একটা বডি এসেছে শুনেছি। আমি এর বেশি কিছু জানি না।” মৃতের কাকা বলেন, “পুলিশ এসে বলল এটা সমীরের বাড়ি? আমরা বললাম হ্যাঁ। তখন বলল সমীর মারা গেছেন। শুনলাম গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে।”





