Birbhum Domestic Violence: বধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৩

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 06, 2022 | 1:53 PM

Birbhum Domestic Violence: ৫ ই জুন দুবরাজপুর থানায় মৃত পূর্ণিমা নায়কের দাদা বিপ্লব রায় দুবরাজপুর থানায় তাঁর বোনকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ জমা দেন।

Birbhum Domestic Violence: বধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৩
গ্রেফতার স্বামী-সহ ৩

Follow Us

বীরভূম: স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩০ শে মে গভীর রাতে দুবরাজপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম পূর্ণিমা ওরফে টিনা নায়ক। মৃত গৃহবধূর দেহ পরের দিন দুবরাজপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। এই মৃত্যু ঘিরে দুবরাজপুর শহরে শুরু হয় গুঞ্জন। পুলিশি জেরায় মৃতের স্বামী বাবন নায়ক স্বীকার করে নেন বাড়িতে মাঝেমধ্যেই অশান্তি হত।

৫ ই জুন দুবরাজপুর থানায় মৃত পূর্ণিমা নায়কের দাদা বিপ্লব রায় দুবরাজপুর থানায় তাঁর বোনকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পরেই দুবরাজপুর থানার পুলিশ মৃত পূর্ণিমা নায়কের শ্বশুরবাড়ির তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার হয়েছেন মৃতের স্বামী বাবন নায়ক, শ্বশুর সমীর নায়ক ও ইলা নায়ক। ধৃত তিন জনকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়।

প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই পরিবারে মাঝেমধ্যেই অশান্তি হত। বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ ভেসে আসত মাঝেমধ্যেই। প্রতিবেশীরা জানাচ্ছেন, একান্তই পারিবারিক বিবাদ ভেবে তাঁরা সেই ঝামেলায় মাথা ঘামাতেন না। মাঝেমধ্যে তাঁরা বললেও পরিবারের সদস্যরা তাতে বিরক্ত হতেন। ঘটনার আগের দিনও ওই পরিবারে অশান্তি হয়েছিল বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। পুলিশের কাছেও সে কথা জানিয়েছেন তাঁরা। এরইমধ্যে গৃহবধূর পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন পরিবারের সদস্যরাই। তারপরই পদক্ষেপ করে পুলিশ।

Next Article