Birbhum News: প্রেম ঘটিত সমস্যা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রামবাসীদের মারে মাথা ফাটল ৩ আধিকারিকের
Birbhum:ঘটনাস্থল বীরভূমের মল্লারপুর থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পাথাই গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় প্রেমঘটিত বচসা থামাতে যায় মল্লারপুর থানার পুলিশ। সেখানে দুটি পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। অভিযোগ, সেই সময় পুলিশের উপর দুইপক্ষ মিলে হামলা করে। বাঁশ নিয়ে মারা হয় তাঁদের। ঘটনায় আহত হয়েছেন এক এএসআই সহ আরও দুজন।

বীরভূম: তুমুল অশান্ত বীরভূম। গ্রামবাসী ও পুলিশের সঙ্গে কার্যত খন্ড যুদ্ধ। যার জেরে মাথা ফাটল তিন পুলিশ আধিকারের। জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপাতালে। তবে তিন পুলিশ আধিকারিক ছাড়াও আহত আরও অনেকে।
ঘটনাস্থল বীরভূমের মল্লারপুর থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পাথাই গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় প্রেমঘটিত বচসা থামাতে যায় মল্লারপুর থানার পুলিশ। সেখানে দুটি পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। অভিযোগ, সেই সময় পুলিশের উপর দুইপক্ষ মিলে হামলা করে। বাঁশ নিয়ে মারা হয় তাঁদের। ঘটনায় আহত হয়েছেন এক এএসআই সহ আরও দুজন।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জানা যাচ্ছে, এক পুলিশ আধিকারিকের মাথায় প্রায় ২৮টি সেলাই পড়েছে। গ্রামবাসীদের মারে আহত হয়েছেন আরও আট-দশজন আধিকারিক। গোটা ঘটনায় গ্রামে পুলিশি অভিযান চলছে। লাগাতার ধরপাকড় অব্যাহত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মারধরের ঘটনায় তিনজনকে এখনও পর্যন্ত আটক করা হয়েছে।





