WB Panchayat Election 2023: আজ মনোনয়ন জমা দিতেন, তার আগেই ডাকাতি পরিকল্পনার অভিযোগে CPM নেতাকে তুলে নিল বীরভূম পুলিশ
WB Panchayat Election 2023: যদিও এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাদের দাবি পুলিশ পুলিশের কাজ করছে, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
বীরভূম: মনোনয়ন জমা দেওয়ার আগেই গ্রেফতার সিপিএম নেতা (CPM Leader)। বীরভূমের লাভপুরের ব্রিপুটিকুড়া অঞ্চলের গঙ্গারামপুর গ্রামের ঘটনা। সেখানে সিপিএম নেতা বাবু শেখ নামে বাম মনোনীত প্রার্থীকে পুরনো একটি মামলায় গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ। বামেদের অভিযোগ, বাবু শেখ সংশ্লিষ্ট এলাকায় দাঁড়ালে জিতে যেত। সেই কারণেই মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক আগের রাতেই তড়িঘড়ি গ্রেফতার করলো পুলিশ। আর সবটাই হয়েছে তৃণমূলের অঙ্গুলিহেলনে। যদিও এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাদের দাবি পুলিশ পুলিশের কাজ করছে, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
এই বিষয়ে তৃণমূল নেতা বলেন, “পুলিশ কাকে গ্রেফতার করবে বা কাকে করবে না সেটা পুলিশ জানে। আমরা নমিনেশন নিয়ে ব্যস্ত রয়েছি। পুলিশ শুধু পুলিশের কাজ করছে। কেন গ্রেফতার করেছে তা পুলিশ জানে।”
অপরদিকে, সিপিএম নেতার অভিযোগ,”আজকে মনোনয়ন জমা দিতেন। তাঁকে মিথ্যে মামলায় জুড়ে দিয়ে গ্রেফতার করেছেন। উনি নাকি নাকি ডাকাতির পরিকল্পনা করছিলেন। এই ধরনের একটা মিথ্যে মামলা জুড়ে দিয়ে গ্রেফতার করেছে। পুলিশের কাছে কোনও উত্তর নেই। তিনমাস আগে ওনার স্ত্রীর বিয়োগ হয়েছে। অত্যন্ত সৎ মানুষ। এই সবটাই চক্রান্ত।”