Birbhum: ‘মূক ও বধির হয়ে বসে রয়েছেন’, অপরাজিতা বিল নিয়ে রাষ্ট্রপতিকে বেলাগাম আক্রমণ শাসকনেতার
Birbhum: তিনি বললেন, "দিল্লিতে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে রয়েছেন। চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে। আর তাঁকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। আজ বাংলার নারীরা সোচ্চার হয়েছেন।"
বীরভূম: অখিল গিরির পর রাষ্ট্রপতিকে বেলাগাম আক্রমণ আরও এক শাসকনেতার। অপরাজিতা বিল পাশের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ নানুরের ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্যের। তিনি বললেন, “দিল্লিতে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে রয়েছেন। চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে। আর তাঁকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। আজ বাংলার নারীরা সোচ্চার হয়েছেন।” নানুরের একটি সভায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন তৃণমূল নেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি।
তিনি বলেন, “রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক। ভারতবর্ষের মানুষের প্রতিপালক। ভারতের অন্যতম অঙ্গরাজ্যের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য একটা বিল উপস্থাপন করেছেন। ২ মাস হয়ে গিয়েছে। এখনও বিলটার কোনও পর্যালোচনা হল না। সই করে ছাড়লেনও না। তাহলে মূক বধির বলব না তো কী বলব তাঁকে?” তাঁর বক্তব্য, “রাষ্ট্রপতি যদি মানুষের প্রতি অবমাননা করেন, তাহলে আর কী করা হবে?”
এর আগে ঠিক একইভাবে রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কে জড়ান অখিল গিরি। তিনি বলেছিলেন, “আমরা রূপের বিচার করি না। রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি।” সেই নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু তার পরও আরেক শাসকনেতার এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।
অপরাজিতা বিল পাস করে আইনের দাবি নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। শাসকনেতার এহেন মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “কেউই কারোর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করুক, আমরা চাই না।”