Panchayat Election 2023: দুবরাজপুরের লোবায় স্কুলের সামনে বোমা-গুলি, তৃণমূলকেই দুষল বিজেপি কর্মীরা
দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের লোবা গ্রামে ভোট হচ্ছিল এমএসকে স্কুলে। দুপুরের দিকে হঠাৎই একদল দুষ্কৃতী ভোটগ্রহণ কেন্দ্রের সামনে আসে। এবং প্রচুর পরিমাণ বোমা ও গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ বিজেপি কর্মীদের।
লোবা: কেষ্টহীন বীরভূমেও হিংসা অব্যাহত পঞ্চায়েত ভোটে। ভোটকেন্দ্রের সামনে বোমাবাজি ও গুলিচালনার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি ভোটকেন্দ্রে ঢুকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। মারধর করা হয় বিজেপি কর্মীদেরও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে পুলিশ আসতে আসতে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী ও বিজেপি কর্মীরা। ভোটগ্রহণও বন্ধ হয়ে যায়। দুবরাজপুর ব্লকের লোবা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের লোবা গ্রামে ভোট হচ্ছিল এমএসকে স্কুলে। দুপুরের দিকে হঠাৎই একদল দুষ্কৃতী ভোটগ্রহণ কেন্দ্রের সামনে আসে। এবং প্রচুর পরিমাণ বোমা ও গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ বিজেপি কর্মীদের। ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকে ভাঙচুর চালানো ও মারধরের অভিযোগও উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগও তোলা হয়েছে। সেখানকার বিজেপির পোলিং এজেন্টের দাবি, মোট দশ রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়েছে।
ঘটনা নিয়ে বিজেপি কর্মীরা বলেছেন, “শান্তিতেই ভোট হচ্ছিল। তখনই তৃণমূলের দুষ্কৃতীরা এসে হঠাৎ বোমা ছুড়তে শুরু করল। গুলিও চালাল। এর পরই স্কুলে ঢুকে ভাঙচুর শুরু করে। এর পর আমার গলায় এসে চাকু ধরে। এখন ভোট বন্ধ।” যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।