বোলপুর: দীর্ঘ প্রায় এক ঘণ্টা বন্ধ বোলপুর লোকসভার লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের ভোট। গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। পরে যাঁরা ভোট দিতে এসেছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল আসল কারণ। এক নাবালিকা এসেছিল ভোট দিতে। তবে ভোট দেওয়ার আগেই ধরা পড়ে যায় সে।
এ প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার রাজদীপ চক্রবর্তী জানান, “উনি ভোট দিয়েছেন। তারপর আমরা বুঝতে পারি উনি নাবালিকা। সঙ্গে সঙ্গে আমরা কেন্দ্রীয় বাহিনীকে জানাই।ওকে নিয়ে যাওয়া হয়েছে।”
জানা গিয়েছে, আজ নীল সালোয়ার কামিজ মাথায় হলুদ ওড়না জড়িয়ে নাবালিকা ঢোকে বুথের ভিতরে। প্রিসাইডিং অফিসারের বয়ান অনুযায়ী, সে ভোটও দেয়। কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারেন ভুয়ো ভোটার। ততক্ষণে আর অপেক্ষা করেননি। দ্রুত ধরা হয় তাকে। এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে নিয়ে যায় ওই নাবালিকাকে। এ দিকে, এই ঘটনার জেরে প্রায় ঘণ্টা খানেকের উপর বন্ধ রয়েছে ভোট।