Bolpur: বোমা মেরে খুন করা হতে পারে, পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন শাসকদলের অঞ্চল সভাপতি
Bolpur: ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাহিল কাজী। ২০১৬ সাল থেকে অঞ্চল সভাপতি দায়িত্বে রয়েছেন তিনি। ঘটনা সূত্রপাত ২০১৮ সালে কান্দারকলার বাধে সাগর সেতু নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ১৫ জন দুষ্কৃতী বোমা মেরে খুন করেছিল।

বীরভূম: শাসকদলের অঞ্চল সভাপতি ভুগছেন নিরাপত্তাহীনতায়, যে কোনও সময় বোমা মেরে খুন করতে পারে দুষ্কৃতীরা, আশঙ্কায় খোদ তৃণমূল নেতা। অতিরিক্ত নিরাপত্তারক্ষীর দাবিতে পুলিশ সুপারের ব্যবস্থা অঞ্চল সভাপতি। জোর চর্চা বীরভূমের ঠিবা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাহিল কাজী। ২০১৬ সাল থেকে অঞ্চল সভাপতি দায়িত্বে রয়েছেন তিনি। ঘটনা সূত্রপাত ২০১৮ সালে কান্দারকলার বাধে সাগর সেতু নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ১৫ জন দুষ্কৃতী বোমা মেরে খুন করেছিল। সেই দুষ্কৃতীরা এখন জামিনের বাইরে বেরিয়ে এসেছে।
অভিযোগ, জামিন পেয়েই এলাকায় ঢুকে আতঙ্কের পরিবেশ তৈরি করছে দুষ্কৃতীরা। হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হুমকির শিকার হয়েছেন অঞ্চল সভাপতি। বোমা মেরে তাঁকেও উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। থানায় বিষয়টি জানানোর পর তাঁকে একজন নিরাপত্তারক্ষীও দেওয়া হয়েছে। কিন্তু সেই নিরাপত্তা রক্ষী তাঁকে প্রাণে বাঁচাতে পারবেন না বলে মনে করছেন সাহিল। আর সে কারণেই অতিরিক্ত নিরাপত্তা রক্ষী যাতে তাঁকে দেওয়া হয়, সেই আবেদন করছেন তিনি।
অঞ্চল সভাপতি বলেন, “২০১৬ সালে দল যখন অঞ্চল সভাপতি করে, তখন থেকেই সবাইকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করি। কিন্তু ২০১৮ সালে যখন সাগর খুন হয়, তখন অশান্তি চরমে। বোলপুর-মুর্শিদাবাদ এলাকায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। ৭ জন জামিনে বাইরে। এখানে আরও অশান্তি পাকানোর চেষ্টা চলছে। তাই পুলিশকে চিঠি দিতে বাধ্য হয়েছি।”





