AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deucha Panchami: ‘আমরা সরকারি চাকরি পাইনি’, অনুব্রত মণ্ডলের ঘরে ভিড় জমালেন একাধিক মানুষ

Bolpur: পাঁচ হাজার চাকরি দেওয়ার কথা ডেউচা-পাঁচামি কয়লা শিল্প এলাকার জমি দাতাদের এখনও পর্যন্ত শুধুমাত্র ১৪০০ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জমি দাতারা। বিক্ষোভকারীদের সঙ্গে উপস্থিত ছিলেন আদিবাসী গণনেতা রবিন সোরেন।

Deucha Panchami: 'আমরা সরকারি চাকরি পাইনি', অনুব্রত মণ্ডলের ঘরে ভিড় জমালেন একাধিক মানুষ
অনুব্রতর কাছে নালিশImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2024 | 1:20 PM
Share

বোলপুর: দেউচা পাঁচামি কয়লা শিল্পের জন্য জমিদাতাদের পরিবার পিছু একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। অনেকে সেই চাকরি পেলেও, এখনও অনেকে তা পাননি। এই অভিযোগ তুলে এবার অনুব্রত মণ্ডলের দ্বারস্থ কয়লা শিল্পের একাধিক জমিদাতা।

পাঁচ হাজার চাকরি দেওয়ার কথা ডেউচা-পাঁচামি কয়লা শিল্প এলাকার জমি দাতাদের এখনও পর্যন্ত শুধুমাত্র ১৪০০ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জমি দাতারা। বিক্ষোভকারীদের সঙ্গে উপস্থিত ছিলেন আদিবাসী গণনেতা রবিন সোরেন। তিনিও জানিয়েছেন মহম্মদ বাজার ব্লকের বিএলআরও সেখানকার উন্নয়ন চাইছেন না। সেই কারণেই বিভিন্ন রকম বাহানা করছেন তিনি। রবিন বলেন, “মহম্মদ বাজার এলাকায় বিএলআরও যে বাতাবরণ তৈরি করছেন অভিযোগ জানাতে এসেছি। বিএলআরও আদিবাসীদের সঙ্গে চক্রান্ত করা হচ্ছে। যে চাকরিগুলো বাকি রয়েছে তাদের সঙ্গে বসছেনই না। কথা বলছেন না। আমরা দাদাকে জানিয়েছি। দাদা বিষয়টি দেখবেন বলেছেন।”

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। পাশাপাশি কলকাতায় জানাবেন বলেও জানিয়েছেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি যদি এও জানালেন, “আমি দু’বছর ছিলাম না এই সময় কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানিনা, সমস্তটাই খবর নেব। ওদেরকে বলেছি ডেপুটেশন না দেওয়ার জন্য বিষয়টা আমি দেখছি।”