Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh On Mamata Banerjee: ‘ল্যাংচা খাওয়াটা কি আমাদের দেশে নিষিদ্ধ?’ বিজেপির ‘ল্যাংচা-ব্রেক’এ কী বললেন দিলীপ?

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 24, 2022 | 12:24 PM

Dilip Ghosh On Mamata Banerjee: প্রশ্ন উঠছে, রাজ্যে এত বড় ঘটনা ঘটে গিয়েছে, কুপিয়ে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে ১০ জনকে, সেই গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে মরা কান্না, সেখানে যাওয়ার পথে কি আদৌ এহেন 'পিকনিক মুড' কাম্য?

কলকাতা: ল্যাংচা খাওয়াটা কি আমাদের দেশে নিষিদ্ধ? জলখাবার খাওয়াটা কি অপরাধ? বগটুই যাওয়ার পথে বিজেপি বিধায়কদের ‘ল্যাংচা ব্রেক’ নিয়ে পাল্টা যুক্তি খাঁড়া করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বগটুই যাওয়ার পথে বিজেপি বিধায়করা শক্তিগড়ে দাঁড়িয়ে ল্য়াংচা খেয়েছেন। খেয়েছেন শশাও। শক্তিগড়ের একটি ল্যাংচার দোকানের ভিতরের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশ্ন উঠছে, রাজ্যে এত বড় ঘটনা ঘটে গিয়েছে, কুপিয়ে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে ১০ জনকে, সেই গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে মরা কান্নার আওয়াজ। সেখানে যাওয়ার পথে কি আদৌ এহেন ‘পিকনিক মুড’ কাম্য?  তাও আবার তাঁরা প্রত্যেকেই জনপ্রতিনিধি। প্রসঙ্গত, বুধবারই এই বিষয়টিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছেন ল্যাংচাতে ল্যাংচাতে। তাই রাত্রি হয়ে যাবে। ওরা থাকাকালীন আমি যাব না। কারণ পায়ে পা লাগিয়ে আমরা ঝগড়া করতে চাই না।” তার উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। অবশ্য পাল্টা প্রশ্ন ছুড়েছেন সাংবাদিকদের উদ্দেশেও। ‘আপনারা কি খাচ্ছেন না? না খেয়ে বসে রয়েছেন?’

Published on: Mar 24, 2022 12:16 PM