সিউড়ি: শনিবার রাতেই বালি খাদানের দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের (Birbhum) সিউড়ির (Siuri) বাঁশজোড় গ্রাম। রাতেই গ্রামের পুকুড়পাড় থেকে উদ্ধার হয়েছিল ফাইজুল শেখ নামে এক যুবকের দেহ। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি ছিল তৃণমূলের (Trinamool Congress) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। যদিও এ দাবি মানতে নারাজ ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর দাবি, “গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নয়। এখন বাংলার যা অবস্থা তাতে সবাই তৃণমূল। কিন্তু যাঁরা বেআইনি কাজ করে তাঁরা কখনওই তৃণমূল হতে পারে না। তৃণমূলের নাম ব্যবহার হতে পারে। কিন্তু তৃণমূল এগুলোকে প্রশ্রয় দেয় না।” একইসঙ্গে দ্রুত দোষীদের গ্রেফতারির দাবি তুলে তিনি বলেন, “আমি পুলিশকে বলেছি এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া যাবে না। যাঁরা সমাজবিরোধী তাঁদের গ্রেফতার করতে হবে।” যদিও এর পরেই পুলিশের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যেই এ ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকেও।
এদিকে বর্তমানে সাংগঠনিক বৈঠকের উদ্দেশে বীরভূমের সিউরিতে আছেন ফিরহাদ। এদিন সকালে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টই জানান তিনি সকালেও এলাকায় বোমার আওয়াজ শুনেছেন। প্রসঙ্গত, গতকালের ঘটনার পরই এলাকায় বসেছে পুলিশ পিকেট। দিবারাত্র চলছে টহলদারি। তারপরেও কী করে ঘটছে বোমাবাজির ঘটনা? এ প্রশ্নের উত্তর দিতে দিতে গিয়ে প্রশাসন তথা পুলিশের খানিকটা ‘গাফিলতি’ আছে বলেও মত প্রকাশ করেন ফিরহাদ। তিনি বলেন, “আমি এটাই ডিআইজি শ্যাম সিংকে বললাম আপনি এখানে থাকতে কী করে এখানে বোমাবাজি হল? দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। যত ফোর্স লাগে পাঠান। বেআইনি বালি খাদান সরকার চালাতে দেবে না। সরকার এসব খাদান নিয়ে কোনও উৎসাহ দেয় না।” তবে ইতিমধ্য়ে গোটা ঘটনার কথা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন ফিরহাদ। কথা বলেছেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমের সঙ্গে।
তবে এদিন সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে খানিক অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ফিরহাদকে। তিনি বলেন, “হয়তো পর্যাপ্ত পুলিশ নেই তাই এ ঘটনা ঘটল সকালে। আরও পুলিশ বাড়াতে হবে। সেটাই আমি বলেছি। জাভেদ শামিমের সঙ্গে কথা বললাম। আমি পুলিশকে বলেছি এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া যাবে না। যাঁরা সমাজবিরোধী তাঁদের গ্রেফতার করতে হবে। কে আমার কে তোমার সরকার এটা দেখবে না। সরকার পুরোপুরি মানুষ যাতে শান্তিতে থাকে। আইনত যাতে বালি তোলা যায় তার ব্যবস্থা করবে। আমি সকালে এডিজি আইন-শৃ্ঙ্খলাকে ফোন করেছিলাম। আমি সকালে বোমার আওয়াজ পেয়েছিলাম। আমি বলেছি দ্রুত আরও পুলিশ মোতায়েন করুন। যাঁরা অন্যায় করেছে তাঁদের গ্রেফতার করুন। একজনের জীবন চলে গিয়েছে। কে কার লোক আমরা দেখব না। অপরাধী অপরাধীই। যাঁরা আইন হাতে নেয় তাঁরা কারও লোক নয়।”