Birbhum: বিয়ের দিনই SIR এর হিয়ারিং, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে কী করল বর?

SIR in Bengal: পরিবারের সদস্য ফিরদৌসও ক্ষোভ প্রকাশ করছেন কমিশনের বিরুদ্ধে। তিনি বলছেন, “ওর বিয়ে তো দু’মাস আগে ঠিক হয়ে গিয়েছিল। এখন বিয়ের দিন ওর হিয়ারংয়ের ডেট পড়ে। ওরা কী করে যে বলছে পাত্রের বাবার ৬ ছেলে আছে জানি না। একটা কমিশনের ভুল।”

Birbhum: বিয়ের দিনই SIR এর হিয়ারিং, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে কী করল বর?
কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 19, 2026 | 7:05 PM

নানুর: বিয়ের ডেটেই পড়েছিল SIR এর হিয়ারিংয়ের ডেট। অগত্যা হিয়ারিংয়ে হাজির হয়েই শেষ পর্যন্ত বিয়ে করতে গেল বর। এমনই ঘটনা দেখা গেল বীরভূমের নানুরে। নানুরের খুজুটিপাড়ার বাসিন্দা রানা শেখ (কবির আকবর রানা)। পরিবার সূত্রে জানা গিয়েছে মাস দুয়েক আগে লাভপুরের কামোদপুর গ্রামে তাঁর বিয়ে ঠিক হয়। সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের তিন দিন আগে বাড়িতে আসে এসআইএর নোটিস। দেখা যায় যেদিন হিয়ারিংয়ের আসার জন্য তাঁকে জানানো হয়েছে সেদিনই পড়েছে তাঁর বিয়ের তারিখ। 

অগত্যা বিয়ে করতে যাওয়ার আগে নানুর ব্লকে হেয়ারিং সেরে বিয়ে করতে গেলেন রানা শেখ। পরিবার সূত্রে জানা গেছে, রানার বাবা আলঙ্গীর শেখ এর এক ছেলে এক মেয়ে। কিন্তু যে নোটিস এসছে তা বলছে আলঙ্গীর শেখের ৬ সন্তান। নামেও ভুল রয়েছে। কিন্তু আদতে দুই সন্তান থেকে নোটিসে ছয় সন্তান হয়ে গেল কী করে তা ভেবে কূলকিনারা করতে পারছেন না পরিবারের সদস্যরা। খানিক ক্ষোভও প্রকাশ করছেন কমিশনের বিরুদ্ধে। 

বরের পরিবারের সদস্য হাবিবোল্লা শেখ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন কমিশনের বিরুদ্ধে। তিনি বলছেন, “কমিশন যে নির্দেশ দিচ্ছে তা সাধারণ মানুষকে মাথা পেতে মেনে নিতে হচ্ছে। কিন্তু গোটা দেশটা কী কমিশনের ব্যক্তিগত? যা ইচ্ছা তাই করছে নির্বাচন কমিশনার। কমিশনারের যদি সৎ সাহস থাকে তাহলে ডিএনএ টেস্ট করুক। আমার ভাইয়ের নামে বিন্দুমাত্র ভুল নেই। তাও ভুল দেখিয়ে নোটিস পাঠানো হয়েছে। এটা হয়রানি।”  

পরিবারের আর এক সদস্য ফিরদৌসও ক্ষোভ প্রকাশ করছেন কমিশনের বিরুদ্ধে। তিনি বলছেন, “ওর বিয়ে তো দু’মাস আগে ঠিক হয়ে গিয়েছিল। এখন বিয়ের দিন ওর হিয়ারংয়ের ডেট পড়ে। ওরা কী করে যে বলছে পাত্রের বাবার ৬ ছেলে আছে জানি না। একটা কমিশনের ভুল। ওদের ভুলের জন্য আমাদের আজ বিয়ে বাড়ি ছেড়ে হিয়ারিংয়ে আসতে হল। এটা রীতিমতো হয়রানি।”