Higher Secondary Examinee: স্কুলের ভিতরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ! পরিবারের অভিযোগ মারাত্মক

Higher Secondary Examinee: পরিবার অভিযোগ করছে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছাত্রীকে। খবর চাউর হতেই পরিবারের সদস্যরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। স্কুলের সামনে উত্তেজনা তৈরি হয়।

Higher Secondary Examinee: স্কুলের ভিতরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ! পরিবারের অভিযোগ মারাত্মক
ময়ূরেশ্বরে ছাত্রীর রহস্যমৃত্যু
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 11:29 AM

বীরভূম: স্কুল থেকে একটা ফোন এসেছিল পরিবারের কাছে। জানানো হয়েছিল, বাড়ির মেয়ে অসুস্থ বোধ করছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁদের বাড়ির মেয়ে মৃত। গলায় আবার একটা ক্ষত রয়েছে। দৃশ্যত সেটি দড়ির ফাঁসের দাগ। খোঁজ নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, স্কুলের ভিতর থেকেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে পাওয়া গিয়েছে। লাভপুর নবোদয় কেন্দ্রীয় স্কুলের ভেতর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।

ময়ূরেশ্বর- ২নম্বর ব্লকের ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাত্রীটি স্কুলেরই হোস্টেলে থাকত। বুধবার সকাল ছ’টা নাগাদ স্কুল থেকে পরিবারকে ফোন করে জানানো হয়, শরীর খারাপ ওই ছাত্রীর। তাকে প্রথমে লাভপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা গিয়ে দেখে গলায় দাগ রয়েছে।

পরিবার অভিযোগ করছে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছাত্রীকে। খবর চাউর হতেই পরিবারের সদস্যরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। স্কুলের সামনে উত্তেজনা তৈরি হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিদ্যালয়ের গেট ভাঙার চেষ্টা করেন ছাত্রীর আত্মীয় ও পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ। স্কুলের গেট ভাঙতে গেলে পুলিশ বাধা দেয়। ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। ঘটনার পর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অধ্যক্ষকে ফোনে যোগাযোগ করা হলেও, তিনি ফোন ধরেননি।