‘এক্সট্রা ১০ হাজার না পেলে দায়িত্ব নিতে পারব না,’ স্বাস্থ্যসাথী নিয়ে ফের রোগী হয়রানির অভিযোগ

Swastha Sathi: রোগীর স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Sathi Card) রয়েছে। তা সত্ত্বেও শান্তিনিকেতনের (Shantiniketan) এক বেসরকারি হাসপাতালে রোগীর কাছে অপারেশনের জন্য অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার ওই বেসরকারি হাসপাতাল চত্বরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ রোগী ও তাঁর আত্মীয়দের।

'এক্সট্রা ১০ হাজার না পেলে দায়িত্ব নিতে পারব না,' স্বাস্থ্যসাথী নিয়ে ফের রোগী হয়রানির অভিযোগ
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 6:41 PM

শান্তিনিকেতন: রোগীর স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Sathi Card) রয়েছে। তা সত্ত্বেও শান্তিনিকেতনের (Shantiniketan) এক বেসরকারি হাসপাতালে রোগীর কাছে অপারেশনের জন্য অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার ওই বেসরকারি হাসপাতাল চত্বরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ রোগী ও তাঁর আত্মীয়দের।

জানা গিয়েছে, ইলামবাজারের ঘুড়িষা গ্রামের বাসিন্দা জনৈক আজিরা বিবি মাস তিনেক আগে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন সংশ্লিষ্ট হাসপাতালে। সেই সময়ই তাঁদের কাছে পরিষেবা বাবদ টাকা নেওয়া হয়েছিল স্বাস্থ্য সাথী কার্ডের (Swastha Sathi) মাধ্যমে। অভিযোগ, পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করে। পাশাপাশি রোগী ও তার পরিবারের আরও অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অপারেশন করার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতি করে। আর এই দুই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী ও পরিবারের মধ্যে।

হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ওই হাসপাতাল থেকে রোগীকে ডিসচার্জ করে নেন। রোগীর উন্নত চিকিৎসার জন্য নিয়ে তাঁকে নিয়ে অন্য হাসপাতালে চলে যায় পরিবার। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগী ও তাঁর পরিবার সম্পূর্ণ বিষয়টি বুঝতে ভুল করেছে। স্বাস্থ্য সাথী কার্ডের বাইরে কোনও টাকা দাবি করা হয়নি। পাশাপাশি গাফিলতির বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তারা।

এদিকে পরিবারের দাবি, জরায়ুতে টিউমার নিয়ে রোগীকে ভর্তি করা হয়। পরীক্ষা নিরিক্ষার পর তিন মাস ওষুধপত্র খান রোগী। তার পরও অবস্থার অবনতি হলে তাঁকে বুধবার ওই হাসপাতালে ফের ভর্তি করা হয়। তখন বলা হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক। রোগীর এক আত্মীয়ের কথায়, “তার পর শনিবার জানানো হয় অতিরিক্ত ১০ হাজার টাকা না দিলে রোগীর কোনও দায়িত্ব নিতে পারব না। স্বাস্থ্যসাথী কার্ড তো দিচ্ছে ফ্রিতে পরিষেবার জন্য! তার বাইরে কেন টাকা চাইছেন? ডাক্তার বললেন, ‘যদি দাও!’ এর মানে কী! তাই আমরা হাসপাতাল থেকে রোগীকে অন্যত্র নিয়ে যাচ্ছি।”

আর রোগীর দাবি, “প্রথমে মাইক্রো সার্জারি করিয়েছিলাম তিন মাস আগে। কিন্তু অসুখ সারেনি। ১২ তারিখ আবার ভর্তি হই। অপারেশনের জন্য কিছু খেতে দেয়নি। কিন্তু তার পর বলল, ক্রিটিক্যাল কেস। পরিবারকে খবর দিন। তাঁরা আসতে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে।” আরও পড়ুন: হায় স্বাধীনতা! গান্ধীজির সহযোদ্ধা তথা এলাকার প্রথম বিধায়কের পরিবারও ‘কাটমানি’র শিকার!