Kajal Seikh: আর নেই কেষ্টর ভরা বাজার! এবার আড়াই কেজির রুপোর তরোয়াল উঠল কাজলের হাতে

2.5 kg silver sword: আয়োজক কমিটি অর্থাৎ থুপপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজল শেখকে দেওয়া ওই বিশেষ তরোয়ালটির ওজন প্রায় আড়াই কেজি। উপহার গ্রহণের পর রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গহে কাজল শেখ দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মঞ্চে সেই তরোয়াল তুলে ধরেন।

Kajal Seikh: আর নেই কেষ্টর ভরা বাজার! এবার আড়াই কেজির রুপোর তরোয়াল উঠল কাজলের হাতে
চর্চা রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 01, 2026 | 10:07 PM

নানুর: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরভূমের নানুরে আয়োজিত ‘মিলনমেলা’র মঞ্চে ধরা পড়ল এক বর্ণাঢ্য মুহূর্ত। বুধবার নানুরের বাসাপাড়ায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে একটি বিশালাকার রুপোর তরোয়াল উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্থানীয় রাজনৈতিক মহলে এই উপহার প্রদান নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীতে এই জায়গা ছিল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের খাসতালুক। প্রতি বছর মেলায় তাঁকেই বহুমূল্য উপহার দেওয়ার রীতি প্রচলিত ছিল। 

তবে সময়ের সাথে সাথে জেলা রাজনীতির সমীকরণ বদলেছে। গত তিন বছর ধরে এই মঞ্চে সংবর্ধনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কাজল শেখ। গত বছর তাঁকে রুপোর মুকুট উপহার দেওয়া হয়েছিল, আর এই বছর আড়াই কেজির রুপোর তরোয়াল দিয়ে তাঁকে সম্মানিত করলেন দলীয় কর্মীরা। 

আয়োজক কমিটি অর্থাৎ থুপপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজল শেখকে দেওয়া ওই বিশেষ তরোয়ালটির ওজন প্রায় আড়াই কেজি। উপহার গ্রহণের পর রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গে কাজল শেখ দলের অন্যান্য নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে মঞ্চে সেই তরোয়াল তুলে ধরেন। কাজল বলেন, “প্রতীকী উপহার হিসাবে এটা আমার মনকে ছুঁয়ে গিয়েছে। আর তা ছাড়া ২০১১ সালের আগে এই তরোয়ালের প্রয়োজন ছিল। তখন বামফ্রন্টের হার্মাদরা নানুরে গণহত্যা দেখেছিল। তখন এই তরোয়ালের প্রয়োজন ছিল। হার্মাদদের একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়ায় গিয়েছে। তার যদি ফের বামশাসনের খুনোখুনির রাজনীতি কায়েম করতে চায় তাহলে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে  না।”  

একই অনুষ্ঠানে উপস্থিত বীরভূমের সাংসদ অসিত মাল এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকেও সংবর্ধনা জানানো হয়। তাঁদের দুজনকে আয়োজকদের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয় সুদৃশ্য রুপোর কলম।